গভীররাতে দাউ দাউ করে জ্বলল টাটা-এর্নাকুলাম এক্সপ্রেস, দেখুন ভয়ঙ্কর ভিডিও

Published : Dec 29, 2025, 09:47 AM IST
One dead as two bogies of Tata Ernakulam Express catch fire

সংক্ষিপ্ত

অন্ধ্রপ্রদেশে ট্রেনে অগ্নিকাণ্ড। গভীর রাতে টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেস ট্রেনের দুটি কামরায় আগুন লাগে অগ্নিকাণ্ডে এক যাত্রীর মৃত্যু হয়েছে। 

অন্ধ্রপ্রদেশে ট্রেনে অগ্নিকাণ্ড। গভীর রাতে টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেস ট্রেনের দুটি কামরায় আগুন লাগে অগ্নিকাণ্ডে এক যাত্রীর মৃত্যু হয়েছে। ট্রেনের দুটি জ্বলন্ত কামরা থেকে ১৫৭ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

রাতদুপুরে ট্রেনে আগুন

রবিবার রাত ১২টা ৪৫ মিনিটে বিশাখাপত্তনমের কাছে আনাকাপল্লির এলামানটিলি এলাকায় টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসে আগুন লেগে যায়। বিশাখাপত্তনম থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র ৬৬ কিলোমিটার। রেলের পক্ষ থেকে জানান হয়েছে, চলন্ত অবস্থাতেই ট্রেনটিতে আগুন লেগে যায়। তা দেখতে পেয়ে চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন। জ্বলন্ত কামরা থেকে যাত্রীদের বার করার ব্যবস্থা করেন। দুটির বেশি কামরায় আগুন ছড়ায়নি চালকের তৎপরতায়।

রেলের এক কর্তা জানিয়েছেন, পুড়ে যাওয়ার একটি কামরায় ৮২ জন, আর দ্বিতীয়টিতে ৭৬ জন যাত্রী ছিলেন। বি১ কমারা থেকে এক জনের দেহ উদ্ধার করা হয়েছে। মৃতের নাম চন্দ্রশেখরম সুন্দরম। ক্ষতগ্রস্ত কামরা মূল ট্রেনের থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বাকি কামরা নিয়ে ট্রেনটি এর্নাকুলামের উদ্দেশ্যে রওনা দেয়।

 

 

কী কারণে ট্রেনে আগুন লাগে তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক দল। ক্ষতিগ্রস্ত কামরাগুলি থেকে তারা নমুনা সংগ্রহ করেছে। রাতে ঘটনাস্থলে ছিল রেল পুলিশ ও দমকল।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

আপনার নামে কি একের বেশি SIM আছে? সতর্ক না-হলে বিপদ, নতুন বছরে বদলে যাচ্ছে নিয়ম
LIVE NEWS UPDATE: গভীররাতে দাউ দাউ করে জ্বলল টাটা-এর্নাকুলাম এক্সপ্রেস, দেখুন ভয়ঙ্কর ভিডিও