সেনা-জঙ্গি সংঘর্ষে সোপিয়ানে মৃত ১ সন্ত্রাসবাদী

  • সকাল থেকেই উত্তপ্ত জম্মু ও কাশ্মীরের সোপিয়ান
  • সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু হয় জঙ্গিদের
  • এখনও পর্যন্ত একজন সন্ত্রাসবাদীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে
Indrani Mukherjee | Published : Jul 5, 2019 4:47 PM

শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত জম্মু ও কাশ্মীরের সোপিয়ান। সকাল থেকেই সেনাবাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে চলছিল গুলির লড়াই। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে দু-পক্ষের গোলাগুলিতে মৃত্যু হয়েছে এক সন্ত্রাসবাদীর। যদিও এখনও সেই মৃত জঙ্গির দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। 

সীমান্তে নিরাপত্তাবাহিনীর কাছে খবর ছিল যে, সোপিয়ানের নারওয়ানি এলাকায় ২-৩ জন জঙ্গির লুকিয়ে রয়েছে। সেই খবরের ভিত্তিতেই সেই এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছিলেন সীমান্তের নিরাপত্তারক্ষীরা। পুলিশের তল্লাশি অভিযান চলার সময়েই জঙ্গিরা সেনাবাহিনীকে উদ্দেশ করে গোলাবর্ষণ করতে শুরু করে। আর ঠিক তার পরই দু-পক্ষের তরফে শুরু হয় গুলির লড়াই। শেষ পাওয়া খবর অনুযায়ী, সোপিয়ানে এনকাউন্টার এখনও চলছে। 

Latest Videos

প্রসঙ্গত এই ঘটনার পরই সোপিয়ান এবং পুলওয়ামায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থেই ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সেনাবাহিনীর ৪৪ রাষ্ট্রীয় রাইফেল, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এবং জম্মু ও কাশ্মীর স্পেশাল  অপারেশান গ্রুপ-এর তরফ থেকে এই তল্লাশি অভিযান চালানো হয়েছে বলে খবর। একজন শীর্ষ পুলিশ কর্তা জানয়েছেন, সোপিয়ানে জঙ্গির উপস্থিতি রয়েছে এই বিষয়ে তাঁরা বিশ্বস্ত সূত্র থেকে খবর পান। আর তারপরই এই তল্লাশি অভিযানে নামেন তাঁরা। 

Share this article
click me!

Latest Videos

বাংলাদেশে ভারতীয় মৎস্যজীবীদের মারধরে আপনি চুপ কেন? মমতাকে প্রশ্ন Adhir Ranjan Chowdhury-র
Election Commission Live : বিধানসভা নির্বাচন কবে দিল্লিতে? ভোটের নির্ঘণ্ট প্রকাশ নির্বাচন কমিশনের
'আখতার আলীর চরম সর্বনাশ করবে তৃণমূল', আশঙ্কা প্রকাশ অধীর রঞ্জন চৌধুরীর | Adhir Ranjan Chowdhury
'আমি যার দিকে তাকাই সে ধ্বংস হয়ে যায়' নন্দীগ্রামে চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari Nandigram
সন্ধ্যা হতেই ভয়ে কেউ বেরচ্ছে না! কুলতলির বাঘ এখন কোথায় জানেন! দেখুন | Kultali Tiger Video