Operation Sindoor India: জইশ-লশকর মিলে ফিদায়েঁ হামলা চালানোর পরিকল্পনা করছে? কড়া সতর্কতা, জরুরি বৈঠকে মোদী

Published : May 08, 2025, 08:58 PM ISTUpdated : May 08, 2025, 11:00 PM IST
BSF on alert in Pahalgam after attack

সংক্ষিপ্ত

Operation Sindoor India: একদিকে ভারত-পাক যুদ্ধের আবহ। কিন্তু নির্লজ্জ পাকিস্তান এখনও জঙ্গিদের মদত দিয়ে চলেছে। 

Operation Sindoor India: ফিদায়েঁ হামলা চালাতে পারে জইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবা। ইন্টেলজেন্স থেকে বিস্ফোরক তথ্য পেয়েই রীতিমতো সতর্কতা জারি করা হল জম্মু-কাশ্মীর এবং পাঞ্জাবে। 

সেইসঙ্গে, কড়া সতর্কতা হারী কড়া হয়েছে বিহারেও। কারণ, সেখানেও সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক বসেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এদিকে নয়াদিল্লীতেও জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। সেই বৈঠকে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং ভারতীয় সেনাবাহিনীর তিনজন প্রধান।

পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হানায় ইতিমধ্যেই ২৬ জনের মৃত্যু হয়েছে। তারপর জঙ্গিদের জবাব দিতে মঙ্গলবার মাঝরাতে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারত। মাত্র ২৫ মিনিটের সেই অভিযানে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মূল ভূখণ্ডে মোট ৯টি জঙ্গি শিবির গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সেগুলির মধ্যে রয়েছে পাকিস্তানের মূল ভূখণ্ডে থাকা বাহাওয়ালপুরে জইশ-ই-মহম্মদের মূল ঘাঁটি এবং মুরিদকে লস্কর-ই-তৈবার মূল ঘাঁটি। 

এছাড়া জইশের মূল ঘাঁটিতে হামলায় প্রাণ হারিয়েছে সেই জঙ্গি গোষ্ঠীর প্রধান মাসুদ আজ়হারের পরিবারের ১০ জন। যাদের মধ্যে রয়েছে তাঁর ভাই, বোন এবং ভাইপো। সবমিলিয়ে, কমপক্ষে ৭০ জন জঙ্গির প্রাণহানির খবর পাওয়া গেছে। অপারেশন সিঁদুরের পর পাল্টা পাকিস্তানও প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়ে রেখেছে। 

কেন্দ্রীয় সরকার জানিয়েছে, বুধবার রাতে ভারতের ১৫টি শহরের সেনাছাউনিতে হামলা চালানোর চেষ্টাও করেছিল পাকিস্তান। কিন্তু ভারত তা সাহসীভাবেই প্রতিহত করেছে। উল্টে ভারতের পাল্টা জবাবে পাকিস্তানের একাধিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) ধ্বংস হয়ে গেছে বলে জানা যাচ্ছে। 

ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়েই গোয়েন্দা সূত্র মারফৎ জানা গেছে, ভারতে আবার জঙ্গি হামলা হতে পারে। জম্মু-কাশ্মীর এবং পাঞ্জাবের ফিদায়েঁ জঙ্গিদের পাঠিয়ে আত্মঘাতী হামলা চালাতে পারে জইশ এবং লস্করের মতো জঙ্গি সংগঠনগুলি। 

উল্লেখ্য, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে ইতিমধ্যেইই জম্মু-কাশ্মীরের বেশ কিছু জায়গায় স্কুল বন্ধ রাখা হবে আগামী শুক্র এবং শনিবার। কাশ্মীরের স্কুল শিক্ষা ডিরেক্টর নবি ইট্টু জানিয়েছেন, ‘‘বারামুলা, কুপওয়ারা, শ্রীনগর এবং অবন্তিপোড়ায় সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী শুক্রবার এবং শনিবার।’’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!