Operation Sindoor: নিহত পাক সৈন্যের সংখ্যা আরও অনেকটাই বেড়ে গেল, পরিসংখ্যান দিয়ে জানাল ইসলামাবাদ

Published : May 14, 2025, 09:00 PM ISTUpdated : May 14, 2025, 09:13 PM IST
operation sindoor

সংক্ষিপ্ত

Operation Sindoor: ‘অপারেশন সিঁদুর’-এর জেরে রীতিমতো বিধ্বস্ত পাকিস্তান। ভারতের হামলার পরেই সেই দেশের প্রতিরক্ষা ব্যবস্থার কঙ্কালসার চেহারা একেবারে স্পষ্ট।  

Operation Sindoor: প্রথমে তারা জানায়, ৬ এবং ৭ মে-র মাঝরাতে ভারত যে হামলা চালায়, তাতে পাকিস্তানি সশস্ত্র বাহিনীর নিহত সদস্যের সংখ্যা ছিল ১১ জন। এদিকে বুধবার, পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস্‌ (আইএসপিআর) বিবৃতি দিয়ে জানিয়েছে, এই হামলায় আরও দু’জন সেনার মৃত্যু হয়েছে। ফলে, নিহতের সংখ্যা  এই মুহূর্তে বেড়ে দাঁড়িয়েছে মোট ১৩ জন। তবে এখনও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বহু সেনা।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর, পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারত

গত ৬ মে, মাঝরাতে পাকিস্তানের মধ্যে থাকা জঙ্গিঘাঁটিগুলিকে চিহ্নিত করে কার্যত, ধ্বংস করে দেওয়া হয়েছে। ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে, পাকিস্তানের মোট ৯টি জঙ্গিঘাঁটি ‘অপারেশন সিঁদুর’-এর দ্বারা ধ্বংস হয়েছে। তবে সাধারণ মানুষের কোনও ক্ষতি করা হয়নি। ইতিমধ্যেই সেই দেশের ৬টি জায়গায় ভারতের হামলার কথা স্বীকারও করে নিয়েছে পাকিস্তান।

আর এদিন আইএসপিআরের বিবৃতি উল্লেখ করে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, "ভারতের হামলায় পাকিস্তানি সেনাবাহিনীর মোট ৭৮ জন আহত হয়েছেন। সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘‘দেশকে রক্ষা করতে গিয়ে পাকিস্তানের আরও দুজন সেনা নিহত হয়েছেন। তারা এত দিন হাসপাতালে ছিলেন। আর এই নিয়ে মৃত সেনার সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ জন। নিহতরা হলেন পাক সেনার হাবিলদার মহম্মদ নাভিদ এবং বায়ুসেনার সিনিয়র প্রযুক্তিবিদ মহম্মদ আয়াজ়।’’

প্রসঙ্গত, ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর প্রত্যাঘাতে পাকিস্তানও পাল্টা হামলা চালায়। 

কিন্তু চুপ করে বসে থাকেনি ভারতও। পাল্টা জবাব দেয় দেশের সেনা। টানা চারদিন সীমান্তে সংঘর্ষের পর, শনিবার দুই দেশ সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে। কিন্তু ‘অপারেশন সিঁদুর’-এর জেরে রীতিমতো বিধ্বস্ত পাকিস্তান। ভারতের হামলার পরেই সেই দেশের প্রতিরক্ষা ব্যবস্থার কঙ্কালসার চেহারা একেবারে স্পষ্ট। পাকিস্তানের মোট ৯টি জঙ্গিঘাঁটি ‘অপারেশন সিঁদুর’-এর দ্বারা ধ্বংস হয়েছে। আর সেই হামলাতেই বুধবার আরও দুই পাক সেনার মৃত্যু হল। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!