
Operation Sindoor: ভারতের ইতিহাসে অন্যতম একটু মাইলস্টোন হল অপারেশন সিঁদুর। আর সেই অভিযানে মাত্র একটিই রাফাল যুদ্ধবিমান ভেঙে পড়েছিল। মঙ্গলবার, এমনটাই জানিয়ে দিল যুদ্ধবিমান প্রস্তুতকারক সংস্থা ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন।
এদিন সংস্থার সিইও এরিক ট্র্যাপিয়ার জানিয়েছেন, মাঝ-আকাশে থাকাকালীন যান্ত্রিক গোলযোগের জন্যই ভেঙে পড়ে একটি রাফাল যুদ্ধবিমান। তবে পাকিস্তানের বিমান বাহিনী ভারতের তিনটি রাফাল যুদ্ধবিমান গুলি করে নামানোর যে দাবি করেছিল, তা কার্যত খারিজ করে দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, অপারেশন সিঁদুর’-এর সময় তিনটি রাফাল-সহ ছ’টি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছে বলে দাবি করেছিল পাকিস্তান। ঠিক তখনই দাসো অ্যাভিয়েশনের সিইও ট্র্যাপিয়ার বলেন, পাকিস্তানের ওই দাবি সঠিক নয়। সেইসঙ্গে তিনি এও বলেন, “এই বিষয়ে ভারত তাদের কিছুই জানায়নি। তবে তিনটি রাফাল গুলি করে নামানোর দাবি একেবারেই সঠিক নয়।” আর মঙ্গলবার, স্পষ্টভাবেই একটি রাফাল ভেঙে পড়ার কথা জানালেন তিনি। একইসঙ্গে জানিয়ে দিলেন, সেটা পাকিস্তানি সেনার গুলিতে নয়, আসলে যান্ত্রিক গোলযোগে ভেঙে পড়েছে।
এমনকি সোমবার, ভারতের বিদেশ সচিব আরকে সিংহ ‘সিএনবিসিটিভি১৮’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, “ভারতের তুলনায় পাকিস্তানের অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।” অর্থাৎ, পাকিস্তানের সেই রাফালকে গুলি করে নামানোর দাবি উড়িয়ে দেন তিনি।
উল্লেখ্য, বিশ্বের প্রথম সারির উন্নতমানের যুদ্ধবিমান হিসেবে যথেষ্ট খ্যাতি রয়েছে রাফালের। সম্প্রতি ফরাসি গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী, নিজেদের দেশে তৈরি যুদ্ধাস্ত্র বিক্রি করতেই ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাতের প্রসঙ্গ টেনে আনছে চিন। ইসলামাবাদের সঙ্গে সুর মিলিয়ে বিভিন্ন দেশকে বেজিং বোঝাতে চাইছে যে, ঐ সংঘাতে পাকিস্তানের ব্যবহার করা চিনা যুদ্ধবিমানের সঙ্গে একেবারেই এঁটে উঠতে পারছে না ভারতের ব্যবহৃত রাফাল যুদ্ধবিমান।
ফরাসি সংস্থার তরফ থেকে অবশ্য এই কথা বারবার জানানো হয়েছে যে, আধুনিক যুদ্ধ ব্যবস্থায় রাফাল যে কোনও পরিস্থিতির সঙ্গেই মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে। এদিকে ফ্রান্সের কাছ থেকে আগে প্রায় ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনে ভারত। গত ২০১৬ সালের চুক্তিতে, ভারতে আসা সেই যুদ্ধবিমানগুলি ব্যবহার করছে বায়ুসেনা। জানা যাচ্ছে, সম্প্রতি ৬৩ হাজার কোটি টাকা দিয়ে ফ্রান্সের কাছ থেকে আরও ২৬টি রাফাল যুদ্ধবিমান কিনতে চলেছে ভারত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।