অবশেষে বন্যায় আটকে থাকা মহালক্ষ্মী এক্সপ্রেসের হাজারেরও বেশি যাত্রীকে উদ্ধার করা গেল

  • প্রবল বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত মুম্বই
  • শুক্রবার রাত থেকে প্রবল বৃষ্টিতে আটকে রয়েছে মহালক্ষ্মী এক্সপ্রেস
  • হাজারেরও বেশি যাত্রীকে উদ্ধার করা গিয়েছে
  •  তাঁদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে
Indrani Mukherjee | Published : Jul 28, 2019 6:58 AM IST / Updated: Jul 28 2019, 12:30 PM IST

প্রবল বন্যায় বিপর্যস্ত মুম্বই। এরই মধ্যে কার্যত বিপর্যস্ত মুম্বইয়ের জনজীবন। এরই মধ্যে প্রবলবন্যার কারণে আটকে পড়েছিল মহালক্ষ্মী এক্সপ্রেস। জানা গিয়েছে, গত কয়েকদিনে প্রবল বৃষ্টির কারণে মহালক্ষ্মী এক্সপ্রেসে আটকে থাকা যাত্রীরা চরম হয়রানির শিকার হয়েছেন। 

জানা গিয়েছে শুক্রবার রাত থেকেই প্রবল বৃষ্টির কারণে বদলাপুর ও ভাঙ্গানীর মধ্যবর্তী জায়গায় আটকে রয়েছে মহালক্ষ্মী এক্সপ্রেস ট্রেন। ঘটনার খবর পাওয়ার পরই উদ্ধারকার্যে হাত লাগান জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, নৌসেনা ও বায়ুসেনা কর্মীরা। সকলের মিলিত প্রচেষ্টায় আকাশপথ এবং জলপথে চলে উদ্ধারকাজ। গত কয়েকদিনে মুম্বইয়ে প্রবল বৃষ্টিপাতের কারণে কার্যত বিপর্যস্ত সেখানকার একাধিক এলাকা, যার মধ্যে বদলাপুর, উল্লাসনগর, ভাঙ্গানীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রবল বৃষ্টিপাতের কারণে ১১টি বিমান বাতিল হয়েছে। এছাড়াও অন্যান্যা যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত হয়েছে।

Latest Videos

শেষ পাওায় খবর অনুযায়ী, মহালক্ষ্মী এক্সপ্রেস ট্রেনে আটকে থাকা ১০৫০ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।  হেলিকপ্টার, নৌকো ইত্যাদি মারফৎ উদ্ধারকাজ চালিয়ে এই বিপুল পরিমাণ যাত্রীদের নিরাপদভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। একধিক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে আটকে থাকা যাত্রীরা জানিয়েছেন, অন্তত  ১৫ ঘণ্টা ধরে তাঁরা জলের মধ্যে আটকে ছিলেন। পানীয় জল বা খাবার কোনোটাই চাঁদের কাছে ছিল না। 

এদিন মধ্য রেলওয়ের তরফ থেকে জানা গিয়েছে যে, উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন গর্ভবতী মহিলাও ছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। তাঁদের ওষুধপত্র এবং খাবার দিয়েও সাহায্য করা হয়েছে বলে খবর।  

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee
'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar