রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পদ্ম পুরস্কার প্রদান করলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রয়াত সপা নেতা মুলায়ম সিং যাদব, সঙ্গীতজ্ঞ জাকির হুসেন, প্রয়াত দিলীপ মহালনবিশ
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পদ্ম পুরস্কার প্রদান করলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রয়াত সপা নেতা মুলায়ম সিং যাদব, সঙ্গীতজ্ঞ জাকির হুসেন, প্রয়াত দিলীপ মহালনবিশ, এস এম কৃষ্ণ, শ্রীনিবাশ বর্ধন এবং প্রয়াত বালকৃষ্ণ দোশিকে পদ্মবিভূষণে সন্মানিত করা হল। প্রয়াত ওআরএস-এর জনক দিলীপ মহালনবিশ পদ্মবিভূষণে ভূষিত হয়েছেন। আর আর আর চলচ্চিত্রের সুরকার এমএম কিরাভানি, অভিনেত্রী রবিনা ট্যান্ডন পদ্মশ্রী পুরস্কারজয়ী। পদ্মশ্রী পেলেন শ্রীমতি কুমি নরিমান ওয়াদিয়ার। পদ্মশ্রী পেলেন পন্ডিত (ড.) ঋত্বিক সান্যাল। পদ্মভূষণ পেলেন শ্রীমতি সুধা মূর্তি। পদ্মভূষণ পেলেন অধ্যাপক দীপক ধর। পদ্মশ্রী পেলেন শ্রী আনন্দ কুমার।