কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলার আট মাস পর NIA চার্জশিট পেশ করেছে। এই চার্জশিটে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর ই তইবা এবং দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট-এর জড়িত থাকার কথা বলা হয়েছে।
দেখতে দেখতে পার হয়ে গিয়েছে ৮ মাস। সেই ভয়ঙ্কর দিনের কথা আজও স্মৃতিতে তাজা সকলের। কাশ্মির ঘুরতে গিয়ে জঙ্গিদের কাছে প্রাণ হারান বহু মানুষ। হিন্দুদের বাছাই করে খুন করা হয়েছিল পেহেলগাঁওতে। সেই ঘটনার আট মাস পর পেশ হল চার্জশিট। হামলার ৮ মাস পর চার্জশিট জমা দিল NIA।
25
চার্জশিটে পাকিস্তানভিত্তিক দুটি জঙ্গি সংগঠনের কথা উল্লেখ আছে। উল্লেখ আছে লস্কর ই তইবা এবং দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট-র কথা। এই চার্জশিটে আরও ৫ জন সন্দেহভাজনের নামও আছে।
35
চার্জশিটে বলা হয়েছে, এই হামলার মূল চক্রী ছিল লস্কর ই তাইবার শীর্ষ কমান্ডার সাজিদ জাট। তদন্তে তারা সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে। যা উল্লেখ করা হয়েছে চার্জশিটে। এরই সঙ্গে তিন পাকিস্তানি জঙ্গির নামও উল্লেখ করা হয়েছে। সুলেমান শাহ, হাবীব তাহির আকা জিব্রান ও হাজমা আফগানি নামে ওই তিন জঙ্গিকে গত জুলাইয়ে শ্রীনগরে এনকাউন্টারের শিকার হয়।
জানা গিয়েছে, এই চার্জশিটে ১৫৯৭টি পাতা আছে। এই হামলার পিছনে পাকিস্তানের গভীর ষড়যন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে। তদন্তকারী সংস্থা জানিয়েছে, লস্কর-ই তইবা ও টিআরএই এই হামলার পরিকল্পনা, সহায়তা ও পালন করতে সক্রিয় ভূমিকা নিয়েছিল।
55
চার্জশিট অনুসারে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩, অস্ত্র আইন ১৯৫৯ এবং বেআইনি কার্যকলাপ আইন, ১৯৬৭-র সংশ্লিষ্ট ধারায় মামলায় রুজু করা হয়েছে।