পহেলগাম হামলার প্রতিশোধ, অপারেশন মহাদেবে ৩ জঙ্গি নিহত-নিশ্চিত করলেন অমিত শাহ

Published : Jul 29, 2025, 01:13 PM IST
পহেলগাম হামলার প্রতিশোধ, অপারেশন মহাদেবে ৩ জঙ্গি নিহত-নিশ্চিত করলেন অমিত শাহ

সংক্ষিপ্ত

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিশ্চিত করেছেন যে, সেনাবাহিনী, সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযান 'অপারেশন মহাদেব'-এ পহেলগাম হামলার সাথে জড়িত তিন জঙ্গি নিহত হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিশ্চিত করেছেন যে, সেনাবাহিনী, সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযান 'অপারেশন মহাদেব'-এ পহেলগাম হামলার সাথে জড়িত তিন জঙ্গি নিহত হয়েছে। শাহ লোকসভায় জানিয়েছেন, সন্ত্রাসবাদী সুলেমান শাহ এবং অভিযানে নিহত অন্য দুই জঙ্গি পহেলগামের বৈশরণে হামলার সাথে জড়িত ছিল। “গতকাল আমরা পহেলগামের শিকারদের প্রতিশোধ নিয়েছি যখন এই জঘন্য জঙ্গি হামলার পেছনে থাকা তিন জঙ্গিকেই হত্যা করা হয়েছে,” সংসদে বলেন অমিত শাহ।

অমিত শাহ বলেন, গতকাল 'অপারেশন মহাদেব'-এ সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে সুলেমান, আফগান এবং জিবরান নামে তিন জঙ্গি নিহত হয়েছে। সুলেমান লস্কর-ই-তৈয়বার এ ক্যাটাগরির কমান্ডার ছিলেন। আমাদের সংস্থাগুলির কাছে প্রচুর প্রমাণ রয়েছে যে সে পহেলগাম এবং গগঙ্গির জঙ্গি হামলায় জড়িত ছিল। আফগান এবং জিবরানও এ গ্রেডের জঙ্গি ছিল।

 

 

সূত্রের খবর, সোমবার যে তিনজন জঙ্গি এনকাউন্টারে মারা গিয়েছে তারা পাকিস্তানের নাগরিক এবং লস্কর ই তৈবার সক্রিয় সদস্য। এমনকি গত ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলার সঙ্গে এরা সরাসরি জড়িত থাকতে পারে বলেও মনে করছে নিরাপত্তা বাহিনী। এদিকে জঙ্গিদের বিরুদ্ধে উপত্যকা জুড়ে গত একমাস ধরেই চলছে সেনাবাহিনীর অপারেশন। সূত্র মারফত খবরে জানা গিয়েছে, পাকিস্তান সীমান্ত টপকে ভারতের মাটিতে প্রবেশ করেছে একঝাঁক জঙ্গি। এদিন তাদের বিরুদ্ধে অভিযানে তিনজনকে নিকেশ করে সেনা।

অন্যদিকে, ভূস্বর্গে এখনও চলছে তল্লাশি অভিযান। জঙ্গিদের লুকিয়ে রাখা অস্ত্রশস্ত্রের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনা ও জম্মু কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। এমনকি এনকাউন্টারে যে তিনজন জঙ্গির মৃত্যু হয়েছে তাদের পরিচয় খোঁজার কাজও চলছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, গোয়েন্দা সংস্থা এনআই-এর হাতে সম্প্রতি দুটি ছবি আসে। খবর ছিল যে, এরা জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। সেইমত এদিন তল্লাশি অভিযানে নেমে ভারতীয় সেনাবাহিনী ও জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে সংঘর্ষে তিনজন জঙ্গি নিহত হওয়ার খবর মিলেছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!