Pahalgam Terror Attack: পহেলগাঁও হামলার বদলা নেবে ভারত? উচ্চপর্যায়ের বৈঠকে বসলেন মোদি-শাহ-ডোভাল, আটক ১৫০০

Published : Apr 23, 2025, 11:02 PM ISTUpdated : Apr 24, 2025, 01:36 AM IST
PM Narendra Modi in CCS Meeting

সংক্ষিপ্ত

Pahalgam Terror Attack: পহেলগাঁও হামলার প্রত্যাঘাত কবে? তাকিয়ে গোটা দেশ। আর সেই বিষয়েই হল বৈঠক। 

Pahalgam Terror Attack: বৈঠকে বসল নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি। জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বাসভবনে হয়েছে সেই হাইভোল্টেজ বৈঠক। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সকলেই ছিলেন সেই বৈঠকে। সন্ধ্যা ৬টা থেকে শুরু হয় সেই বৈঠক।

মঙ্গলবার, পহেলগাঁওতে হামলার খবর পেয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে সেখানে পৌঁছে যান অমিত শাহ। তারপর দিন সকালে শ্রীনগরে মৃতদের কফিনে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। এরপর বুধবার, বিকেলে দিল্লীতে ফিরেই সোজা পৌঁছে যান প্রধানমন্ত্রীর বাসভবন ৭ লোক কল্যাণ মার্গে। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।সেইসঙ্গে, ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Pahelgam Terror Attack)।

প্রসঙ্গত, পাক অধিকৃত কাশ্মীরে অন্তত ৪২টি জঙ্গি ঘাঁটির সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। আর সেইসব এলাকা লক্ষ্য করে ইতিমধ্যেই সেনা হামলা চলছে বলে খবর। অন্যদিকে, পহেলগাঁওতে হামলার জেরে আপাতত ১৫০০ জনকে আটক করা হয়েছে। ধৃতদের মধ্যে প্রত্যেকেই অতীতে নানাভাবে জঙ্গি সংগঠন বা হামলার সঙ্গে যুক্ত ছিল বলে সূত্রের খবর। আপাতত তাদের জেরা করার কাজ শুরু হয়েছে। তবে মঙ্গলবার, হামলা চালানো জঙ্গিরা সেই তালিকায় রয়েছে কিনা, তা এখনও পরিষ্কার নয় (Pahelgam Terror Attack News)।

এদিকে এই বৈঠকের কিছুক্ষণ আগেই দেশের তিন সেনাপ্রধানদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিলেন রাজনাথ সিং। তারপরেই তিনি রীতিমতো হুঙ্কারের সুরে বলেন, "কাউকে রেহাই দেওয়া হবে না। শুধু হামলাকারীদের বিরুদ্ধেই নয়, নেপথ্যে থাকা মাস্টার মাইন্ডদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হবে। ভারতবাসীকে আমি এই বলে আশ্বস্ত করতে চাই যে, সরকার প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ নেবে। আততায়ীদের খুব জোরালো এবং স্পষ্ট দেওয়া হবে।” 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!