Pahalgam Terror Attack: কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় নিহত ২৬, এখন কী পরিস্থিতি সেখানে

Published : Apr 23, 2025, 12:19 PM IST
Security forces in Pahalgam (Photo/ANI)

সংক্ষিপ্ত

Pahalgam Terror Attack: কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন বাঙালি পর্যটক। জঙ্গিরা ধর্মীয় পরিচয় দেখে টার্গেট করে গুলি চালিয়েছিল।

Pahalgam Terror Attack: ফের কাশ্মীরে মৃত্যুমিছিল। পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলা চালায় সন্ত্রাসবাদীরা। তাদের গুলিতে নিহত হন ২৬ জন পর্যটক। এই তালিকায় আছেন তিনজন বাঙালি পর্যটক।

প্রতি বছর এপ্রিম মে মাসে কাশ্মীরে পর্যটকদের ভিড় দেখা যায়। বহু মানুষ এই কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে হাজির হয়ে থাকেন সেখানে। এবছরও হয়নি তার অন্যথা। এদিকে সবেমাত্র সন্ত্রাসের আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরছিল ভূস্বর্গ। ফলে ভিড় ছিল চোখে পড়ার মতো। শ্রীনগরের টিউলিপ গার্ডেন থেকে ডাললেক, সোনমার্গ - ভর্তি ছিল পর্যটকদের। ভিড় ছিল পহেলগাঁও-তেও।

কিন্তু, সেই পহেলগাঁওয়ের সবুজ সুন্দর উপত্যকার রং এখন লাল। রক্তের দাগ সর্বত্র। সদ্য পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলা চালায় সন্ত্রাসবাদীরা। তাদের গুলিতে নিহত হন ২৬ জন পর্যটক।

এই ঘটনার পর বদলে গিয়েছে পহেলগাঁও-র চিত্র। ঘটনার পর থেকে ইন্ডিয়ান আর্মি বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে। আর্মির লোকজন প্রতিটি ঘরে গিয়ে জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গিয়েছে। গোটা শহরে বন্ধ দোকানপাঠ ও বাজার। পুলিশের ফোর্সে ঢেকে গিয়েছে সর্বত্র। তেমনই পর্যটকরা সকাল ১০টার মধ্যে পহেলগাঁও ছেড়ে দিতে বলা হয়েছে। সে কারণে পহেলগাঁও ইতিমধ্যে ফাঁকা করে দিয়েছে পর্যটকরা।

এদিকে জানা গিয়েছে, ১-৭ এপ্রিল রেইকি চালিয়েছিল জঙ্গিরা। একাধিক পর্যটনস্থলের রিসর্টে রেইকি করে শেষ পর্যন্ত বেছে নেয় কাশ্মীরের বৈসারন ভ্যালির একটি রিসর্ট। দুপুরে ৬-৭ জন জঙ্গি সেখানে হাজির হয়। দু-তিনটে দলে ভাগ হয়ে ৪০-৫০ রাউন্ড গুলি ছোড়ে। ধর্মীয় পরিচেয় দেখে টার্গেট করে। তাতে মৃত্যু হয় ২৬ জনের। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরও অনেকে। ফলে এই সংখ্যা বাড়তে পারে বলে অনুমান।

সন্ত্রাসবাদীদের হামলায় প্রয়াত হয়েছেন বেহালার বাসিন্দা সমীর গুহ। দক্ষিণ কলকাতার বৈষ্ণবঘাটা লেনের বাসিন্দা বিতান অধিকারী। হায়দরাবাদে কর্মরত আইবি অফিসার পুরুলিয়ার বাসিন্দা মণীশ রঞ্জন। নিহতদের মধ্যে আছেন ২ জন বিদেশি নাগরিক।

 

PREV
click me!

Recommended Stories

Indian Railways: এবার তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় রদবদল, জানিয়ে দিল রেল
রজস্বলা নাবালিকাকে একটা স্যানিটারি ন্যাপকিন দিতে ব্যর্থ ইন্ডিগো, বাবার কাতর আর্জির ভিডিয়ো ভাইরাল