Pahalgam Terror attack: পর্যটকদের উপর হামলা করা ৪ জঙ্গির ছবি প্রকাশ্যে! এবার জেনে নিন তাদের পরিচয়ও

Published : Apr 23, 2025, 05:15 PM IST
Pahalgam  Attack

সংক্ষিপ্ত

জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার চার জঙ্গির ছবি প্রকাশ পেয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, চার জঙ্গির হাতে AK47 ছিল এবং তারা লাইভ বডি ক্যামেরা পরে ছিল। তিন জনের নাম জানা গেলেও একজনের নাম এখনও অজানা।

Pahalgam Terror attack: জম্মু কাশ্মীরের পহেলগাঁওতে পর্যটকদের উপর হামলার চার জঙ্গির ছবি প্রকাশ্যে এসেছে। যে ছবি সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, চার জঙ্গির হাতেই ছিল AK47। তাদের মধ্যে ২ জন পাকিস্তানি, ২ জন কাশ্মীরি বলে জানা গিয়েছে। তারা যখন পর্যটকদের ওপর হামলা চালায়, তাদের শরীরে বাঁধা ছিল লাইভ বডি ক্যামেরা। এদের মধ্যে তিন জনের নামও জানা গিয়েছে ইতিমধ্যে। শুধুমাত্র এক জন জঙ্গির নাম এখনও জানা যায়নি। গতকালের পুরো ঘটনা ধরা পড়েছে তাদের সেই ক্যামেরায়।

মঙ্গলবারে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিহানার ঘটনায় কমপক্ষে ২৫ জন পর্যটকের মৃত্যু হয়েছে। স্থানীয় কয়েকটি সূত্রের মতে, নিহতের সংখ্যা অন্তত ২৮। তবে বৈসরন উপত্যকার রিসর্টে হামলায় ঠিক কত জন জঙ্গি ছিল, তাও এখনই স্পষ্ট নয়। তবে সূত্রের খবর, হামলাকারীরা সংখ্যায় ছিল পাঁচ-ছ’জন।

এদের চার জন জঙ্গীই লস্কর-ই তৈবা সংগঠনের সদস্য। এদের মধ্যে তিন জঙ্গির নাম আবু তালহা, আসিফ ফৌজি, সুলেমান শাহ।এই হামলার দায় ইতিমধ্যেই স্বীকার করেছে জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফোর্স। এই চার জঙ্গির ছবি সামনে আসতে না আসতেই তদন্তে আরও বেশি জোর দেওয়া হয়েছে। এনআইএ-এর তরফ থেকে আপাতত তিন জঙ্গির স্কেচ প্রকাশ করা হয়েছে। যাঁরা প্রত্যক্ষদর্শী ছিলেন, তাঁদের বয়ান অনুযায়ী এই স্কেচ তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই এই আঁকা ছবি ও তিনটে স্কেচ আইবি সেনাবাহিনীর কাছে সম্পূর্ণভাবে সার্কুলেট করা হয়েছে।

PREV
click me!

Recommended Stories

রাহুলে বিরক্ত মোদী! খাড়্গেকে টপকে শশী থারুরকে আমন্ত্রণ, রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে মোদী-পুতিন
পুতিনকে গার্ড অফ অনার: দেখে নিন রাষ্ট্রপতি ভবনের ৫টি বিশেষ মুহূর্তের ছবি