Pahalgam Terror Attack: নিরাপত্তাবাহিনীর নিশানায় কোন ১৪ জন সন্ত্রাসবাদী? তৈরি অপারেশনের ব্লু-প্রিন্ট

Published : Apr 27, 2025, 01:22 AM ISTUpdated : Apr 29, 2025, 02:05 AM IST
pahalgam terror attack

সংক্ষিপ্ত

Pahalgam Terror Attack: পহেলগাঁও কাণ্ডের পর যেন নড়েচড়ে বসেছে দেশের সিকিউরিটি এজেন্সিও। এবার তালিকা তৈরি করা হয়েছে ১৪ জন জঙ্গির।

Pahalgam Terror Attack: আর সেই ১৪ জন জঙ্গিকে চিহ্নিত করে একটি তালিকা তৈরি করা হয়েছে। এবার শুরু হবে তাদের সাফাই করার কাজ। জানা যাচ্ছে, ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গেছে। সূত্র মারফৎ জানা যাচ্ছে, তালিকায় থাকা এই জঙ্গিদের বাড়িতে এবার তল্লাশি অভিযান চলানো হবে। 

ইতিমধ্যেই পহেলগাঁওকাণ্ডের সঙ্গে যুক্ত দুই স্থানীয় জঙ্গি আসিফ শেখ এবং আদিল শাহের বাড়ি পুরো গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। এবার বাকি জঙ্গিদের ক্ষেত্রেও একই পথে হাঁটা হবে বলে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে নিরাপত্তাবাহিনী।

পহেলগাঁওকাণ্ডের পরেই দেশের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়ে দেয়, কাউকে রেয়াত করা হবে না। এবার বাস্তবেই সেই কাজ শুরু করে দিলেন গোয়েন্দারা এবং নিরাপত্তাবাহিনী। গোটা জম্মু-কাশ্মীর জুড়ে অপারশনের ব্লু-প্রিন্ট তৈরি করা হয়েছে।

সূত্রের খবর, পহেলগাঁও এবং পুলওয়ামাকাণ্ডের সঙ্গে যে সমস্ত স্থানীয় জঙ্গির নাম উঠে এসেছে, সেইরকম মোট ১৪ জন জঙ্গির একটি তালিকা তৈরি করা হয়েছে। এবার সেই জঙ্গিদের খুঁজে খুঁজে বের করে খতম করার কাজও শুরু করে দিয়েছে সেনাবাহিনী এবং সিআরপিএফ। 

রইল দেশবিরোধী জঙ্গিদের তালিকাঃ

১. আদিল রহমান দেন্তু: জম্মু-কাশ্মীরের সোপোরের লস্কর-ই-তৈবা কমান্ডার। তথ্য বলছে, গত ২০২১ সাল থেকে বেশ সক্রিয় এই জঙ্গি। এবার সেই আদিলের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করে দিয়েছে নিরাপত্তাবাহিনী। 

২. আসিফ আহমেদ কন্ডে: সোপিয়ানে থাকে, গত ২০১৫ সাল থেকে হিজবুল জঙ্গিগোষ্ঠীর হয়ে কাজ করছে সে। সেইসঙ্গে, আবার পাকিস্তানি জঙ্গিদের মদতদাতা এই আসিফ। 

৩. নাসির আহমেদ ওয়ানি: লস্কর-ই-তৈবার একদম সক্রিয় সদস্য, থাকে সোপিয়ানে। 

৪. শাহিদ আহমেদ কুটে: লস্কর-ই-তৈবা এবং আর টিআরএফের সঙ্গে সরাসরি যুক্ত। সে সোপিয়ানে বেশি সক্রিয়। 

৫. আমির আহমেদ দার: লস্কর-ই-তৈবা আর টিআরএফের সক্রিয় সদস্য 

৬. আদনান সফি দার: গত ২০২৪ সালে, লস্কর-ই-তৈবার আর টিআরএফ-এ যোগ দেয়। মূলত, পাক জঙ্গিদের মদতদাতা। 

৭. জুবেইর আহমেদ ওয়ানি: প্রধানত হিজবুল জঙ্গি। অনন্তনাগে হিজবুলের অপারেশনাল কমান্ডার সে। 

৮. হারুন রশিদ গনি: একজন হিজবুল জঙ্গি, অনন্তনাগে বেশি সক্রিয়। পাক অধিকৃত কাশ্মীর থেকে সম্প্রতি সে প্রশিক্ষণ নিয়ে এসেছে। 

৯. জুবেইর আহমেদ গনি: লস্কর-ই-তৈবা জঙ্গি, থাকে কুলগামে।

১০. আসিফ আহমেদ শেখ: জইশ জঙ্গি। অবন্তীপুরার জেলা কমান্ডার এই আসিফ। গত ২০২২ সাল থেকে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত।

১১. এহসান আহমেদ শেখ: পুলওয়ামার লস্কর-ই-তৈবা জঙ্গি।

১২. হরিশ নাজির: পুলওয়ামার বাসিন্দা এবং লস্কর-ই-তৈবা জঙ্গি।

১৩. আমির নাজির ওয়ানি: জইশ জঙ্গি, পুলওয়ামা এলাকায় বেশি সক্রিয়।

১৪. ইয়াবর আহমদ ভট্ট: জইশ জঙ্গি, পুলওয়ামাতে সক্রিয়।

এমনিতেই পহেলগাঁওকাণ্ডের সঙ্গে যুক্ত দুই স্থানীয় দুই জঙ্গি আসিফ শেখ এবং আদিল শাহের বাড়ি পুরো গুঁড়িয়ে দিয়েছে নিরাপত্তাভাইনি। এবার পালা বাকি জঙ্গিদের। তাদের ক্ষেত্রেও সেই একই পথে হাঁটা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে সেনাবাহিনী।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: শীতে জুবুথুবু বঙ্গ, একধাক্কায় কলকাতায় পারদ পতন ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস- আরও ঠান্ডার পূর্বাভাস
পুতিনকে দেওয়া মোদীর ৬টি উপহার দেখুন ছবিতে, তালিকায় রয়েছে বাংলার বিখ্যাত এই জিনিসটি