'মোদীকে গিয়ে বল!' স্বজনহারাদের আর্তনাদ রক্তাক্ত পহেলগাঁওয়ে, ভাইরাল হল হামলার ছবি

Published : Apr 22, 2025, 10:11 PM ISTUpdated : Apr 22, 2025, 10:13 PM IST
pahalgam

সংক্ষিপ্ত

Pahalgam terror : জঙ্গিদের আক্রমণে 'ভয়ঙ্কর' হয়ে উঠল ভূস্বর্গ। পহেলগাঁওর সবুজ ঘেরা মনোরম উপত্যকা ভিজল কমপক্ষে ২৫ জন পর্যটকের রক্তে। 

Pahalgam terror :জঙ্গিদের আক্রমণে 'ভয়ঙ্কর' হয়ে উঠল ভূস্বর্গ। পহেলগাঁওর সবুজ ঘেরা মনোরম উপত্যকা ভিজল কমপক্ষে ২৫ জন পর্যটকের রক্তে। স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা যাচ্ছে, সন্ত্রাসবাদীরা নামধান জেনেই হত্যা করেছে একের পর এক পর্যটকদের। এক মহিলা পর্যটক জঙ্গি হমলায় হারিয়েছেন স্বামীকে। তিনি জানিয়েছেন তাঁর ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা।

সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়েছে মহিলা পর্যটকের কান্না আর সব হারানো আর্তনাদ। 'আমার স্বামীকে ছেড়ে দিন!' মহিলার এই আর্তনাদ ছড়িয়ে পড়েছিল পহেলগাঁওয়ের পাহাড়ঘেরা তৃণভূমিতে। জঙ্গিরা চোখের সামনে তাঁর স্বামীকে গুলি করে হত্যা করে। কিন্তু তাঁকে মারেনি। মহিলা জানিয়েছেন, তাঁর স্বামীকে চারজন জঙ্গি গুলি করে খুন করে। মহিলা আরও বলেছেন, স্বামীকে হত্যার পরে জঙ্গিরা তাঁকে বলেছিল, 'তোকে মারব না। যা মোদীকে গিয়ে বল'। মহিলা আরও বলেছেন, তাঁরা যখন সকালের খাবার খাচ্ছিলেন তখনই তাঁর স্বামীকে গুলি করে হত্যা করা হয়েছি।

 

 

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে দেখা যাচ্ছে মাটিতে পড়ে রয়েছে দেহ। ভয়ঙ্কর জঙ্গি হামলা চোখের সামনে দেখে আতঙ্কে কাঁপছে শিশুরা। হামলার পরই পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গুরুতর আহত একজন পুরুষের পাশে দাঁড়িয়ে থাকা আরেক মহিলা মিনতি করে বললেন, 'দয়া করে আমার স্বামীকে বাঁচান। ঈশ্বরের দোহাই, তাকে বাঁচান'। হৃদয়বিদারক অবস্থা চলতে, 'দয়া করে, কেউ তাকে হাসপাতালে নিয়ে যান। দয়া করে, দয়া করে সাহায্য করুন।' রক্তেভেজা শার্ট পরা এক আহত ব্যক্তির পাশে এক জন দাঁড়িয়ে চিৎকার করে বলছে। নিহতদের মধ্যে কর্ণাটকের একজন পর্যটকও ছিলেন। কর্ণাটকের শিবমোগা জেলার বাসিন্দা ওই ব্যক্তিকে তার স্ত্রী ও ছেলের সামনে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ।

মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন যে দোষীদের কঠোরতম শাস্তি ভোগ করতে হবে। তিনি আরও জানিয়েছেন যে তিনি নিরাপত্তা পর্যালোচনা সভার জন্য শ্রীনগর সফর করবেন। এক্স-এ এক পোস্টে শাহ বলেছেন, "জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় আমি মর্মাহত। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা। এই জঘন্য সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িতদের ছাড় দেওয়া হবে না এবং আমরা অপরাধীদের কঠোরতম শাস্তি দেব।" তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীকে ঘটনা সম্পর্কে অবহিত করেছি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে একটি সভা করেছি। সকল সংস্থার সঙ্গে জরুরি নিরাপত্তা পর্যালোচনা সভার জন্য শীঘ্রই শ্রীনগর যাব।"

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Railways: এবার তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় রদবদল, জানিয়ে দিল রেল
রজস্বলা নাবালিকাকে একটা স্যানিটারি ন্যাপকিন দিতে ব্যর্থ ইন্ডিগো, বাবার কাতর আর্জির ভিডিয়ো ভাইরাল