Simla Agreement: পাকিস্তানকে কড়া জবাব, সিমলা চুক্তির টেবিল থেকে সরলো পাক-পতাকা

Published : Apr 26, 2025, 07:04 PM IST
Pakistan flag

সংক্ষিপ্ত

হিমাচল প্রদেশের রাজভবন থেকে সরিয়ে দেওয়া হল পাকিস্তানের পতাকা। এই টেবিলেই হয়েছিল ঐতিহাসিক সিমলাচুক্তি। 

Simla Agreement: হিমাচল প্রদেশের রাজভবন থেকে সরিয়ে দেওয়া হল পাকিস্তানের পতাকা। এই টেবিলেই হয়েছিল ঐতিহাসিক সিমলাচুক্তি। কিন্তু পহেলগাঁও হামলার প্রতিবাদে ভারত সিমলাচুক্তি স্থগিত করেছেন। আর সেই কারণেই সরিয়ে দেওয়া হল সিমলাচুক্তির পতাকা। যে কাঠের টেবিলে বসে এই চুক্তি হয়েছিল সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে পাকিস্তানের পতাকা। ১৯৭২ সালের ৩ জুলাই ভারত এবং পাকিস্তানের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। তবে এবার সেখান থেকে সরিয়ে ফেলা হল পাকিস্তানের পতাকা।

সিমলা চুক্তিঃ

১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের পর ১৯৭২ সালে সই হওয়া শিমলা চুক্তি দুই দেশের মধ্যে শান্তি ও ভবিষ্যৎ দ্বিপাক্ষিক আলোচনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এই চুক্তির মাধ্যমে লাইন অফ কন্ট্রোল (LOC)-এর সীমারেখা নির্ধারিত হয় এবং যুদ্ধবন্দিদের ফেরত দেওয়া, সৈন্য প্রত্যাহার এবং ভবিষ্যতে সরাসরি আলোচনার অঙ্গীকার করা হয়।

সিমলা চুক্তির বিষয়ঃ

  1. কাশ্মীর সীমান্তে যাদের সৈনিক যে অবস্থান গ্রহণ করেছে সেই সেই দেশের সীমানা মানা হবে। এই সীমানাকে ভারত পাকিস্তান এল.ও.সি বা লাইন আব কন্ট্রোল মেনে নিল।
  2. শিমলা চুক্তির মাধ্যমে পাকিস্তানি ৯৩ হাজার বন্দি সেনাদের ভারত ছেড়ে দিল, এই শর্তে যে তাদের বিচার পাকিস্তান নিজেই করবে যারা পূর্বপাকিস্তান তথা বর্তমান বাংলাদেশে যুদ্ধকালীন অপরাধে জড়িত ছিল।
  3. পাকিস্তানের পশ্চিমাঞ্চলে ভারতীয় সৈনিক দ্বারা দখল করা সীমানা ভারত ছেড়ে দিল বিনা শর্তে।
  4. ভবিষ্যতে ভারত পাকিস্তান কোন সমস্যা সমাধানে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চাইবে না।
  5. দুই দেশের সেনারা কোন ভাবেই এল.ও.সি সীমানা অতিক্রম করবেনা।
  6. সাধারণ জনগণের আসা যাওয়ার জন্য বর্ডার থাকবে। যাতে দুই দেশের জনগণের আত্মীয় পরিজনরা মিলিত হতে পারে

শান্তিচুক্তি করেনঃ

পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সিমলায় এক শীর্ষ বৈঠকে মিলিত হয়ে (২৮ জুন হতে ২ জুলাই ১৯৭২) দীর্ঘ আলোচনার পর একটি শান্তিচুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তিতে ভারত ও পাকিস্তান দুই দেশই পুরনো বিবাদ ভুলিয়ে নতুন করে পথ চলার অঙ্গিকার করে।

পহেলগাঁও হামলাঃ

তবে সবকিছুই বদলে দিল ২২ এপ্রিল পহেলগাঁও হামলা। ধর্মীয় পরিচয় জেনে হত্যা করা হয়েছে ২৬ জনকে। পাকিস্তানের বিরুদ্ধে সীমান্ত সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ তুলে ভারত সিমলা চুক্তি আপাতত স্থগিত রেখেছে। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে আপাতত কূটনৈতিক সম্পর্কও ছিন্ন করছে। পাকিস্তানের কূটনীতিবিদদেও সংক্যা কমাতে নির্দেশ দিয়েছে।

PREV
click me!

Recommended Stories

ভারতের এয়ারলাইনের ইতিহাসে বড় বিপর্যয়! ইন্ডিগো একদিনে তার ৪০০ ফ্লাইট বাতিল করেছে
কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়