India on Pakistan at UNSC: ২৬/১১ থেকে পহেলগাঁঁও! পাক মদতেই জঙ্গি হামলা ভারতে, রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে 'দু-মুখো সাপ' কটাক্ষ রাষ্ট্রদূতের

Published : May 24, 2025, 10:55 AM ISTUpdated : May 24, 2025, 10:56 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

India Pakistan Conflict: অব্যাহত ভারতের সঙ্গে পাকিস্তানের দ্বন্ধ। যা নিয়ে রাষ্ট্রপুঞ্জের মঞ্চেও সরব ভারত। পাল্টা কী বলল পাকিস্তান? জানুন বিশদে সম্পূর্ণ প্রতিবেদন পড়ে…  

India Pakistan Conflict: ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের (Pahalgam incident) পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন নিরীহ পর্যটক। সেই ঘটনার পর থেকেই তলানিতে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক। চলছে তীব্র রাজনৈতিক টানাপোড়েন। এই পরিস্থিতিতে 'অপারেশন সিঁদুরের' তাৎপর্য তুলে ধরতে দেশে-দেশে সফর করছেন কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধি দলের সাংসদরা। ঠিক তখনই অন্যদিকে, সন্ত্রাসবাদের মদতদাতা হিসেবে পাকিস্তানের ভূমিকার কথা শোনা গেল রাষ্ট্রপুঞ্জে। ভারতের রাষ্ট্রদূতের তরফে ইসলামাবাদকে রীতিমত তুলোধনা আন্তর্জাতিক মঞ্চে।

সরকারি সূত্রে খবর, বারবার বলা সত্ত্বেও জঙ্গিদের প্রশয় না দেওয়ার ব্যাপারে পাকিস্তান সরকার যে এখনও পর্যন্ত কোনও সদর্থক ভূমিকা পালন করেনি। সেই বিষয়েই শুক্রবার রাষ্ট্রপুঞ্জে পাক জঙ্গিদের মদতদাতা নিয়ে সমালোচনা করেন ভারতের রাষ্ট্রদূত পার্বথানেনি হরিশ। জানা গিয়েছে, ভারত-পাক সংঘাতের মধ্যেই কীভাবে জম্মু কাশ্মীরের সীমান্ত এলাকায় ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। পুঞ্চ সেক্টরে কত নিরীহ সাধারণ মানুষ পাক হামলার বলি হয়েছেন।

এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে ভারতের রাষ্ট্রদূত পার্বথানেনি হরিশ জানিয়েছেন, পাক সেনা বাহিনীর তরফে অতি সম্প্রতি ভারতের জম্মু কাশ্মী, পঞ্জাব সীমান্তবর্তী গ্রামগুলিতে গোলাবর্ষণ করেছে। পাকিস্তানের এই হামলার ঘটনায় ২০ জনেরও বেশি সাধারণ নাগরিক নিহত ও ৮০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। তিনি অভিযোগ করেন যে, আক্রমণগুলি ইচ্ছাকৃতভাবে ধর্মীয় স্থান এবং চিকিৎসা কেন্দ্রগুলিকে লক্ষ্য করে করা হয়েছে। আর এই বিষয়ে লাগাতার উস্কানিমূলক প্ররোচনা দিয়ে যাচ্ছে পাক সরকার।

 

 

তিনি বলেন, ''কয়েক দশক ধরে পাকিস্তানের মদতে বেড়ে ওঠা জঙ্গিরা ভারতের সীমান্ত পেরিয়ে হামলা চালিয়ে আসছে । এর মধ্যে রয়েছে মুম্বই শহরে ২৬/১১-এর ভয়াবহ হামলা থেকে শুরু করে ২০২৫ সালের এপ্রিলে পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের নৃশংস খুন। আর এই সব ঘটনার মূলে যে পাকিস্তান রয়েছে, সেই প্রমাণ ভারতের হাতে বারে-বারে এসেছে।" এখানেই শেষ নয়, সাধারণ জনগণের সুরক্ষা নিয়েও রাষ্ট্রপুঞ্জে ইসলামাবাদকে তুলোধনা করে ভারত। পাকিস্তানকে দু'মুখো সাপ বলেও কটাক্ষ ছোঁড়েন ভারতের রাষ্ট্রদূত। যাদের কাছে সাধারণ মানুষের নিরাপত্তার থেকেও জঙ্গিদের নিরাপত্তা বড় বিষয়, তাদের সুরক্ষা-নিরাপত্তা নিয়ে কোনও কথা বলা মানায় না বলেও জানিয়েছেন তিনি।

অন্যদিকে, এখনও ব্যবহার করা যাবে না ভারতের আকাশসীমা। বিমান পরিষেবা বন্ধের মেয়ার আরও একমাস বাড়ালো কেন্দ্র। এই বিষয়ে কেন্দ্রের তরফে শুক্রবার নোটিস টু এয়ার মিশন জারি করা হয়েছে (NOTAM)। ওই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে যে, পাকিস্তানের কোনও বিমান এখনও প্রবেশ করতে পারবে না ভারতের আকাশসীমায়। ফলে পাকিস্তানি বিমান চলাচলে ভারতের আকাশ এখনও বন্ধ থাকছে। নির্দেশিকায় আরও জানানো হয়েছে যে, এই বন্ধের সময়সীমা আগামী ২৩ জুন পর্যন্ত বাড়িয়ে দেওয়া হল।

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!
ভারতের এয়ারলাইনের ইতিহাসে বড় বিপর্যয়! ইন্ডিগো একদিনে তার ৪০০ ফ্লাইট বাতিল করেছে