জম্মু-কাশ্মীরের রাজৌরিতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করল পাক সেনা

  • জম্মু-কাশ্মীরের রাজৌরিতে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করল পাক সেনা
  • আজ সকালে সীমান্তে সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করে পাক সেনা
  • তিন দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার এইভাবে সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান
  • আজ সকাসল থেকে দুপক্ষের মধ্যে গোলাবর্ষণ হয়েছে বলে খবর

Indrani Mukherjee | Published : Jul 22, 2019 10:52 AM IST

সোমবার জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে সংঘর্ষবিরোধীতা লঙ্ঘন করল পাকিস্তানের সেনাবাহিনী। প্রতিরক্ষা বাহিনী সূত্রে খবর, গত তিন দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার এইভাবে সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। 

ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র এদিন জানিয়েছেন, সোমবার সকালে পাক সেনাবাহিনীর তরফে জম্মু ও কাশ্মীরের সুন্দরবেণী সেক্টরের কাছে নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করেছে। এদিন তাঁদের সঙ্গে ছিল কিছু ছোট-খাটো আগ্নেয়াস্ত্রও। 

পুলিশ জানিয়েছে শেষ পাওয়া খবর অনুযায়ী, পাকিস্তানি সেনা ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে সোমবার সকাল থেকেই বোমা বর্ষণ এবং গোলাগুলি চলেছে বলে জানা গিয়েছে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী ভারতীয়সেনার কোনও হতাহতের খবর নেই।  

প্রসঙ্গত শনিবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন রাজ্যের একাধিক এলাকা ঘুরে দেখেন। কয়েকদিন ধরে পাক সেনাবাহিনী পুঞ্চ জেলার  মেধার সেক্টরকে টার্গেট করেছিল। যার জেরে বোলোনয় গ্রামে এই কারণেই বুলেট লেগে একজন সাধারণ মানুষের প্রাণ হারানোরও খবর উঠে এসেছিল। 

Share this article
click me!