
BSF Jawan Purnam Kumar Shaw : দীর্ঘ ১৯ দিন পাকিস্তানের সেনাবাহিনীর হেফাজতে বন্দি থাকার পর অবশেষে দেশে ফিরলেন ভারতীয় বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে বুধবার তিনি ভারতের মাটিতে পা রাখেন।
BSF Jawan Purnam Kumar Shaw : দীর্ঘ ১৯ দিন পাকিস্তানের সেনাবাহিনীর হেফাজতে বন্দি থাকার পর অবশেষে দেশে ফিরলেন ভারতীয় বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে বুধবার তিনি ভারতের মাটিতে পা রাখেন। পূর্ণমের পরিবারের জন্য এই ২০ দিন ছিল আতঙ্ক আর উদ্বেগে ভরা। স্ত্রী রজনী সাউ ও পরিবারের সদস্যরা প্রতিদিন অপেক্ষা করছিলেন তাঁর সুস্থ ফিরে আসার জন্য। অবশেষে তাঁর মুক্তির খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পরিবারের সদস্যরা। কেন্দ্রীয় স্তরে কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমেই তাঁর প্রত্যাবর্তন সম্ভব হয়েছে বলে জানা গেছে।