সদ্য মাতৃহারা হয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত -পাক সম্পর্ক , সীমান্ত ঝামেলা নিয়ে খুব জটিল পরিস্থিতিতে থাকলেও। প্রধানমন্ত্রীর মাতৃহারা হওয়ার খবর পেয়েই বিবাদ ভুলে শোকপ্রকাশ করে সমবেদনা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
সদ্য মাতৃহারা হয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত -পাক সম্পর্ক , সীমান্ত ঝামেলা নিয়ে খুব জটিল পরিস্থিতিতে থাকলেও। প্রধানমন্ত্রীর মাতৃহারা হওয়ার খবর পেয়েই বিবাদ ভুলে শোকপ্রকাশ করে সমবেদনা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। যিনি বলেন ,'মা-কে হারানোর থেকে বড় ক্ষতি আর কিছু হয় না।' মানবিকতার এই অনন্য নিদর্শণ মন ছুঁয়েছে আপামর দেশবাসীর।
পাক প্রধানমন্ত্রী ছাড়াও নরেন্দ্র মোদীর মায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, নেপালের প্রধামনমন্ত্রী, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, রাশিয়া, জার্মানির রাষ্ট্রদূতসহ অন্যান্য আরও অনেকে। শেহবাজ তার টুইটে লেখেন, 'একজনের মা চলে যাওয়ার থেকে বড় ক্ষতি আর কিছু নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের মৃত্যুতে আমার সমবেদনা রইল।'
মোদীর মায়ের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসতেই শোকপ্রকাশ করে টুইট করেছিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও। তিনি লেখেন ,'নরেন্দ্র মোদীজি-র মা হীরাবা-জির প্রয়াণে গভীরভাবে মর্মাহত। তিনি একজন অতি সাধারণ মানুষ এবং প্রকৃত কর্মযোগী হিসাবে জীবন অতিবাহিত করেছেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।'
নেপালের নবাগত প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল গভীর শোকপ্রকাশ করেন টুইটে লেখেন , 'প্রধানমন্ত্রীর প্রিয় মা হীরাবেন মোদীর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত, এই মুহূর্তে আমি প্রধানমন্ত্রী মোদীজি ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তাঁর (হীরাবেন মোদীর) আত্মার শান্তি কামনা করছি।”
এছাড়াও মোদীজিকে নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ্র রাজাপক্ষ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ,শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল উইকিরেমেসিঙ্ঘে, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানায়াহু, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সোলিহ, ভারতে রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপোভ, জার্মানির ভারত-রাষ্ট্রদূত ফিলিপ আকামানও সমবেদনা জানিয়েছেন।