
অর্থাৎ, এই প্রকল্পের অধীনে প্যান কার্ডের জন্য একাধিক নতুন সুযোগ সুবিধা চালু করেছে কেন্দ্রীয় সরকার। বলা ভালো, এই নয়া প্যান কার্ড সিস্টেম আপনার ডেটা অর্থাৎ পার্সোনাল তথ্যকে আরও সুরক্ষিত করে তোলে। এছাড়াও এই নয়া প্যান কার্ডে থাকছে নতুন একটি QR কোড। যেটির মাধ্যমে খুব সহজেই প্যান কার্ডের তথ্য আপগ্রেড করার একটা বাড়তি সুবিধা পাওয়া যাবে।
তবে আয়কর বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে, বর্তমান প্যান কার্ডগুলিও বৈধ। তাই কোনও তথ্য পরিবর্তন করার প্রয়োজনীয়তা থাকলে তবেই PAN 2.0 –এর অধীনে নতুন কার্ডের আবেদন করা উচিত বলে জানিয়েছে তারা।
কিন্তু সমস্যা তৈরি হয়েছে অন্য জায়গায়। এই PAN 2.0 প্রকল্পকে ঘিরে নয়া প্রতারণার জাল বিস্তার শুরু করেছে জালিয়াতরা। সূত্রের খবর, ইতিমধ্যেই এই ধরনের বেশ কিছু ঘটনার খবর সামনে এসেছে। প্রতারকরা মানুষকে নতুন প্যান কার্ড পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের টাকা লুঠ করে নিচ্ছেন বলে অভিযোগ। তাহল কীভাবে এই ধরনের প্রতারকদের হাত থেকে সুরক্ষিত থাকবেন আপনারা?
উল্লেখ্য, PAN 2.0 প্রকল্প চালু হওয়ার পরেও সমস্ত বর্তমান প্যান কার্ড সক্রিয় অবস্থায় থাকবে বলেই জানা গেছে। তাই প্যান কার্ডের তথ্য পরিবর্তনের কোনও প্রয়োজন না থাকলে এই নয়া কার্ডের জন্য আবেদন করার দরকার নেই। নির্দিষ্ট তথ্য যেমন নাম বা জন্মতারিখ আপডেট কিংবা কোনও সংশোধন করতে হলে PAN 2.0 –এর অধীনে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে পারেন।
আর যদি ডেলিভারির ঠিকানা ভারতের মধ্যে থাকে, তাহলে আপনি ৫০ টাকা দিয়ে আপনার নতুন প্যান কার্ডটির একটি প্রিন্টেড কপিও পেয়ে যেতে পারেন। যদি প্যান কার্ডটিকে ভারতের বাইরে ডেলিভারি করতে হয়, তাহলে আরও ১৫ টাকা বেশি খরচ করতে হবে নাগরিকদের।
কিন্তু প্যান কার্ড আপডেট সংক্রান্ত এই প্রতারণার হাত থেকে কীভাবে বাঁচবেন? যদি প্রতারকরা ফোন করে আপনার প্যান কার্ড আপডেট করার বিষয়টিকে বাধ্যতামূলক বলে জানায়, তাহলে বাড়তি সতর্ক হওয়ার প্রয়োজন আছে। এমনকি, তারা অর্থও দাবি করতে পারে।
অন্যদিকে, প্রতারকদের তরফ থেকে কোনও অ্যাকাউন্টের তথ্য বা ওটিপি চাওয়া হলে, কোনওভাবেই সেটি দেবেন না। এই ধরনের পরিষেবা অফার করে কোনও ফোন, মেসেজ বা ইমেইল আসলে, তা এড়িয়ে চলুন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।