বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জন্য বাতিল হল দিব্যা যোগ ফার্মেসির তৈরি ১৩টি পণ্যের লাইসেন্স।
বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জন্য বাতিল হল দিব্যা যোগ ফার্মেসির তৈরি ১৩টি পণ্যের লাইসেন্স। সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করে জানিয়েছে এমনই জানিয়েছে উত্তরাখণ্ড লাইসেন্সিং কর্তৃপক্ষ। রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদের বিরুদ্ধে আগেই চিরাচরিত আয়ুর্বেদিক ওষুধ সম্পর্কে ভুয়ো দাবির অভিযোগে মামলা হয়েছিল।
তারই প্রেক্ষিতে ১৪ পণ্যের লাইসেন্স বাতিল করেছে উত্তরাখণ্ড লাইসেন্সিং কর্তৃপক্ষ। শুধু তাই নয়, আয়ুর্বেদিক ওষুধের বিভ্রান্তিকর বিজ্ঞাপন বন্ধের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগও উঠেছে রামদেবের বিরুদ্ধে।
১৫ এপ্রিল রামদেবের সংস্থার উৎপাদন পারমিট বাতিল করে দেয় উত্তরাখণ্ডের ড্রাগ রেগুলেটর অফ ট্রাডিশনাল মেডিসিন। ২৭ ফেব্রুয়ারি যোগগুরু বাবা রামদেব এবং তাঁর সহযোগী আচার্য বালকৃষ্ণকে বিভ্রান্তিকর বিজ্ঞাপন এবং কোনও প্রমাণ ছাড়াই হৃদরোগ, হাঁপানির রোগ নিরাময়ের বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে অবমাননাকর নোটিস জারি করে আদালত ।
তার পরিপ্রেক্ষিতে ২২ এপ্রিল পতঞ্জলি আয়ুর্বেদ আদালতে ক্ষমা চায়। তবে এর উত্তরে শুনানির সময় আদালত বলে, "আপনার সংস্থা যে ভাবে সংবাদপত্রে বড় বড় বিজ্ঞাপন দিয়ে পণ্যের প্রচার করে, সেভাবে কেন ক্ষমা চাইলেন না?" এরপর ২৪ এপ্রিল পতঞ্জলি সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে ক্ষমা চায়। এই বিষয়ে আদালত কী মত দেবে তা মঙ্গলবারের শুনানিতে জানা যাবে।