Israel Iran War : আমেরিকার হামলায় কেঁপে উঠল ইরান, এদিকে উল্টে ভারতকে দুষলেন ইলতিজা মুফতি!

Israel Iran War : আমেরিকার হামলায় কেঁপে উঠল ইরান, এদিকে উল্টে ভারতকে দুষলেন ইলতিজা মুফতি!

Arup Dey   | ANI
Published : Jun 22, 2025, 07:04 PM ISTUpdated : Jun 22, 2025, 07:09 PM IST

Iltija Mufti on Israel Iran Conflict : পিডিপি নেত্রী ইলতিজা মুফতি ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, 'এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা।

পিডিপি নেত্রী ইলতিজা মুফতি ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, 'এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) নীরবতা পালন করেছে, যা প্রত্যাশিত হলেও, ভারত যে অবস্থান নেওয়া উচিত ছিল, সেটিও নিচ্ছে না – সেটাই আরও বেশি বেদনাদায়ক।' তিনি আরও বলেন, 'ভারত বরাবরই প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়েছে, আর ইরানও প্যালেস্টাইনের জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। এই পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে নিরপেক্ষ থাকা অনুচিত।' ইলতিজা মুফতির মতে, আন্তর্জাতিক কূটনীতিতে ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়াই উচিত, বিশেষ করে যখন একটি রাষ্ট্র প্যালেস্টাইনের মতো নির্যাতিত জনগণের পাশে দাঁড়ায়।

10:21Indigo Flights Cancelled : ইন্ডিগোর বিমান বিভ্রাট অব্যাহত! চরম ভোগান্তি, আকাশপথে জট, রেলপথেই সমাধান!
04:53বাংলায় বাবরি মসজিদ? ফুঁসছেন সাধ্বী ঋতম্বরা, বাগেশ্বর বাবা, দেবকিনন্দন ঠাকুর ও মৌলনা ইয়াসুব
05:46'ভারত বাবরের দেশ নয়', হুঙ্কার রামদেবের, পাল্টা তোপ তৃণমূলের শত্রুঘ্নর
07:19Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!
11:06'ড্রামা করার জন্য অনেক জায়গা আছে' সংসদে শীতকালীন অধিবেশন শুরুর আগে বিরোধীদের কড়া বার্তা মোদীর
04:36'আমাকে আঘাত করলে, সারা ভারত হিলিয়ে দেব' মমতার হুঁশিয়ারির পাল্টা জবাব বিজেপির!
04:0826/11 Mumbai : অভিশপ্ত মুম্বই হামলার ১৭ বছর পূর্ণ, কী বললেন উজ্জ্বল নিকম?
10:28'রামমন্দিরে না এলেও দূর থেকে ধ্বজা প্রণামেই পুণ্য' পতাকা উত্তোলন করে বার্তা মোদীর
32:35'৫০০ বছরের ক্ষত আজ সারল' রাম মন্দিরে ধ্বজা উত্তোলন করে মন্তব্য মোদীর
06:16BJP SIR : ২০০৫ বনাম ২০২৫, বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে মমতাকে আক্রমণে সুধাংশু ত্রিবেদী
Read more