DA বৃদ্ধির আগেই একধাক্কায় ৫০ শতাংশ বাড়বে এই টাকা! এপ্রিলেই সরকারি কর্মীদের খুলবে কপাল

Published : Feb 16, 2025, 06:03 PM IST

দুর্দান্ত খবর কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। কর্মীদের সুবিধার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। DA বৃদ্ধির আগেই একধাক্কায় ৫০ শতাংশ বাড়বে এই টাকা! এপ্রিলেই সরকারি কর্মীদের খুলবে কপাল। কত টাকা বাড়ল?

PREV
114

DA বৃদ্ধির আগেই একধাক্কায় ৫০ শতাংশ বাড়বে এই টাকা!

214

এপ্রিলেই সরকারি কর্মীদের খুলবে কপাল

314

অর্থাৎ এপ্রিল মাসেই মোটা টাকা পেতে চলেছেন কর্মীরা

414

কর্মীদের সুবিধার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

514

ন্যাশনাল পেনশন সিস্টেমের (National Pension System) বিকল্প হিসাবে ইউনিফাইড পেনশন স্কিম (UPS) চালু করা হয়েছে।

614

চলতি বছরের জানুয়ারির ২৪ তারিখ আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের কথা ঘোষণা করা হয়, যা এ বছরের এপ্রিল থেকে বাস্তবায়িত হওয়ার কথা রয়েছে।

714

ইউ. পি. এস শুধুমাত্র সেইসব সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে যাঁরা ইতিমধ্যেই এন. পি. এস-এর আওতায় নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন।

814

সরকারি কর্মচারীদের কাছে এনপিএস অথবা ইউপিএস-এর মধ্যে যে কোনো একটি বেছে নেওয়ার সুযোগ থাকবে।

914

অর্থ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে এনপিএস-এর আওতায় যোগ্য কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের এখন ইউনিফাইড পেনশন স্কিমে যাওয়ার বিকল্প রয়েছে।

1014

আগের পেনশন প্রকল্পে অবসরপ্রাপ্ত কর্মচারীদের বেতনের ৫০ শতাংশ পেনশন হিসেবে দেওয়া হত।

1114

ইউপিএস-এর অধীনে, কেন্দ্রীয় কর্মচারীদের এখন একটি নির্দিষ্ট পেনশন দেওয়া হবে, যা বিগত এক বছরের গড় মৌলিক বেতনের অর্ধেক হবে।

1214

এই পেনশন পাওয়ার জন্য যে কোনো কর্মচারীকে কমপক্ষে ২৫ বছর চাকরি করতে হবে।

1314

যদি কোনো কারণে কর্মচারীর মৃত্যু হয়, তাহলে সেই কর্মীর পরিবারকে একটি নির্দিষ্ট পরিমাণ পেনশনও দেওয়া হবে, যা কর্মচারীর প্রাপ্ত পেনশনের ৬০ শতাংশ হতে পারে।

1414

এছাড়া ন্যূনতম নিশ্চিত পেনশনও দেওয়া হবে। সহজ কথায়, কেউ যদি ১০ বছর কাজ করেন, তাহলে তারা কমপক্ষে ১০ হাজার টাকা পেনশন পাওয়ার দাবিদার হতে পারেন।

click me!

Recommended Stories