১২ লক্ষ টাকার আয়ের ওপর মিলবে মার্জিনাল রিলিফ, ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের

অর্থমন্ত্রীর ঘোষণা, ১২ লক্ষের বেশি আয়ে মিলবে মার্জিনাল রিলিফ। যাদের আয় সামান্য বেশি, তাদের এই সুবিধা দেওয়া হবে। জেনে নিন মার্জিনাল রিলিফ আসলে কী এবং কীভাবে এটি কাজ করে।
Sayanita Chakraborty | Published : Mar 26, 2025 5:00 PM
19

গত ফেব্রুয়ারিতে বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতামন। বলা হয়েছিল ১২ লক্ষ টাকা পর্যন্ত যাদের আয় তাদের আর দিতে হবে না আয়কর।

29

মঙ্গলবার ফের গৃহীত হল নয়া সিদ্ধান্ত। এবার থেকে ১২ লক্ষ টাকার ওপর মিলবে মার্জিনাল রিলিফ।

39

যাদের আয়ে ১২ লক্ষ টাকার সামান্য বেশি তাদের মার্জিনাল রিলিফ দেওয়া হবে। সদ্য এমনই ঘোষণা হয়েছে।

49

প্রশ্ন হল এই মার্জিনাল রিলিফ কী? কারও আয় যদি হয় ১২ লক্ষ ১০ হাজার। তবে তাকে ১০ হাদার টাকা আয়কর দিতে হবে। আর এই মার্জিনাল রিলিফ না থাকলে ৬১ হাজার ৫০০ টাকা আয়কর দিতে হত।

59

যদি কারও আয় হয় ১২ লক্ষ ২০ হাজার টাকা। তবে, তাকে দিতে হবে ২০ হাজার টাকা। আর এই মার্জিনাল রিলিফ না থাকলে ৬৩ হাজার ৫০০ টাকা আয়কর দিতে হত।

69

সদ্য এই মার্জিনাল রিলিফের কথা ঘোষণা করেছে অর্থমন্ত্রী।

79

এদিকে মঙ্গলবার লোকসভায় পাশ হয়েছে অর্থ বিল ২০২৫। এর মধ্যে ৩৫টি সংশোধনী আনা হয়েছে।

89

এদিকে ২০২৫-২৬ অর্থবর্ষে মোট ব্যয় ধরা হয়েছে ৫০.৬৫ লক্ষ কোটি টাকা।

99

মূল ব্যয় নির্ধারণ করা হয়েছে ১২.২২ লক্ষ কোটি। রাজ্যগুলোর জন্য বরাদ্দ ৪.৯১ লক্ষ কোটি বৃদ্ধি পাবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos