কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প রয়েছে। সেখানে আবেদন করলেই যোগ্যরা প্রত্যেক মাসে ৫ হাজার টাকা করে পেতে পারেন।
211
প্রকল্প
প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম। এই স্কিমে আবেদন করলেই মাসে পাওয়া যাবে ৫ হাজার টাকা।
311
আবেদনের সময়সীমা
এই স্কিমে আবেদনের সময়সীমা শেষ হবে আগামী ৩১ মার্চ। অর্থাৎ আগামী সপ্তাহের সোমবার পর্যন্ত আবেদন করা যাবে।
411
অন লাইনে আবেদন
এই স্কিমে আবেদনের জন্য আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট pminternship.mca.gov.in-এ আবেদন
511
সুবিধেভোগী
কেন্দ্রীয় সরকারের ওসেবসাইট তথ্য অনুযায়ী এই প্রকল্পের সুবিধেভোগীরা হল দেশের তরুণ প্রজন্ম। ভারতের যুবক-যুবতীদের বাস্তব জগতের অভিজ্ঞতা এনে দিয়ে তাদের স্বাবলম্বী করে তুলবে এই প্রকল্প।
611
আবেদনকারীর যোগ্যরা
আবেদনকারীরে অবশ্যই এই দেশের নাগরিক হতে হবে। স্নাতকের ডিগ্রি থাকতে হবে। যদি স্নাতক স্তরের পড়ুয়ারাও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন।
711
প্রকল্পের লক্ষ্য
প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পের লক্ষ্যই হল আধুনিক প্রজন্মকে কাজের উপযোগী করে তোলা বা প্রশিক্ষণ দেওয়াই এই প্রকল্পের লক্ষ্য।
811
আবেদনের পদ্ধতি
প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট pminternship.mca.gov.in-এ যেতে হবে।
হোমপেজে রেজিস্টার লিঙ্কে ক্লিক করতে হবে।
এরপরে আপনাকে অন্য এক ওয়েবসাইটে রিডাইরেক্ট করা হবে।
911
দ্বিতীয় পদক্ষেপ
রেজিস্ট্রেশন ডিটেল দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
প্রার্থীর দেওয়া তথ্যের ভিত্তিতে পোর্টালে একটি রেজুমে তৈরি হয়ে যাবে।
লোকেশন, সেক্টর, ফাংশনাল রোল, যোগ্যতা অনুসারে এখানে ৫টি ইন্টার্নশিপ সুযোগের জন্য আপনি আবেদন করতে পারবেন।
1011
যোগ্যতা
প্রার্থীকে দশম, দ্বাদশ, আইটিআই, পলিটেকনিক বা ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।
মাধ্যমিক উত্তীর্ণ এবং নির্দিষ্ট ট্রেডে আইটিআই পাশ করে থাকলেও যোগ্য হবেন প্রার্থীরা।
ইন্টারমিডিয়েট সহ AICTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা করা থাকতে হবে।
ইউজিসি বা AICTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হলেও যোগ্য বিবেচিত হবেন প্রার্থীরা।
প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে।
1111
সুবিধে
এই স্কিমে নির্বাচিত প্রার্থীরা ইন্টার্নশিপ করলে মাসিক ৫ হাজার টাকা করে বৃত্তি পাবেন।
এককালীন ৬ হাজার টাকা পাবেন।
বাস্তব জগতের কাজের অভিজ্ঞতা পাবেন।
এই স্কিমে ১২ মাসের ইন্টার্নশিপ করানো হবে দেশের ৫০০ সংস্থায়।