বড় ঘোষণা, চলতি মাসে মোদী সরকার দেবে ২০০০ টাকা, জেনে নিন কাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা

Published : Feb 07, 2025, 04:09 PM IST

প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আওতায় আগামী ২৪ ফেব্রুয়ারি ২০০০ টাকার কিস্তি প্রদান করা হবে। তবে, টাকা পেতে ই-কেওয়াইসি বাধ্যতামূলক।

PREV
110

প্রধানমন্ত্রী কিষাণ যোজনা নিয়ে বড় ঘোষণা করল মোদী সরকার। শীঘ্রই পাবেন ২০০০ টাকা।

210

প্রধানমন্ত্রী কিষাণ যোজনা নিয়ে বড় ঘোষণা করল মোদী সরকার। ১৯ তম কিস্তির কথা ঘোষণা করল

310

সূত্রের খবর কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান, আগামী ২৪ ফেব্রুয়ারি মিলবে টাকা। বছরে ৬ হাজার টাকা করে দেয় সরকার। সেই টাকা ঢোকে কিস্তিতে।

410

আগামী ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার টাকা ঢুকবে। তবে, তার জন্য কয়টি নিয়ম মেনে চলতে হবে।

510

ই কেওয়াইসি করতে হবে সবার আগে। তা না হলে মিলবে না টাকা। মেনে চলুন এই সকল টিপস। তা না হলে পাবেন না টাকা।

610

শেষ ১৫ অক্টোবর ২০২৪ তারিখে শেষ প্রধানমন্ত্রী কিষাণ যোজনা টাকা ঢুকছে। এবার ফের ঢুকবে টাকা।

710

এদিকে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার টাকা দ্বিগুণ করার দাবি উঠেছিল বাজেটে। এতদিন ৬ হাজার করে পাচ্ছে।

810

দাবি উঠেছে ১২,০০০ টাকা করে দিতে হবে।

910

তবে এই যোজনার টাকা না বাড়ানো হলেও এবার বাজেটে কৃষকদের জন্য অনেক সুবিধা দেওয়া হয়েছে।

1010

সে যাই হোক, আপাতত ১৯তম কিস্তির টাকা ঢুকতে চলেছে। ফেব্রুয়ারিতেই পাবেন টাকা।

click me!

Recommended Stories