বাংলাতেই সৌমিত্রকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী, 'দাদা' বলে শেষযাত্রায় সম্বোধন করলেন অমিত শাহ

  • সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রীর 
  • প্রয়াত অভিনেতার পরিবারের প্রতি সমবেদনা 
  • অমিত শাহও শ্রদ্ধা জানান প্রয়াত অভিনেতাকে 
  • রাজু বিস্তও সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানান সৌমিত্রকে 

সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে বিশ্ব চলচ্চিত্রের ক্ষতি হল। অভিনেতার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় শোকবার্তায় এমনই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও বলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাজের মধ্যে বাঙালির চেতনা, ভাবাবেগ ও নৈতিকতার প্রতিফলন পাওয়া যায়। তাঁর প্রায়াণে তিনি শোকাহত বলেও জানিয়েছেন। পাশাপাশি প্রয়াত অভিনেতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। ট্যুইটারে হিন্দি ও ইংরাজির পাশাপাশাপি বাংলাতেও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

রবিবার কলকাতার বেলভিউ হাসপাতালে শেষ হল বাংলা সিনেমার স্বর্ণ যুগের আরও এক শিল্পী। বাংলার ম্যাটিনি আইডল উত্তম কুমারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর প্রয়াণ শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তিনি বলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন বাংলার আইকনিক অভিনেতা। তাঁর মৃত্যুতেই তিনি শোকস্তব্ধ। একই সঙ্গে তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়কে দাদা বলেও সম্বোধন করে বলেন, তাঁর মৃত্যুতে বাংলা সিনেমার একটি অধ্যায় শেষ হল। পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন অমিত শাহ। 

প্রয়াত অভিনেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দার্জিলিং-এর বিজেপি সাংসাদ রাজু বিস্ত। সৌমিত্র চট্টোপাধ্যায়ের আত্মার শান্তি কামনা করেছেন তিনি। তিনিও প্রাধানমন্ত্রীর মত বাংলায় সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন। 

Share this article
click me!

Latest Videos

ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!
Suvendu Adhikari: 'তৃণমূল বাচ্চাদের ট্যাবও খেয়ে ফেলছে' চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর
'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
হতবাক সবাই! হাওড়া স্টেশন থেকে এ কী উদ্ধার হলো, দেখুন | Howrah News Today