PM Modi News: জানুয়ারি মাস থেকেই লোকসভা ভোটের তোড়জোড়, বিজেপির হয়ে প্রচারে নামছেন স্বয়ং নরেন্দ্র মোদী

এই ভোটই পরিষ্কার করে দিতে পারে মোদী সরকারের আরও দীর্ঘতর পথ চলার রাস্তা। তাই, এই ভোটকে টার্গেট করে চলতি মাস থেকেই প্রচার শুরু করে দিতে চাইছে পদ্ম শিবির।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে যেভাবে ভারতের বিরোধী দলগুলির জন্য ব্যাপকভাবে লড়াই করার সময়, ঠিক সেভাবেই কেন্দ্রীয় শাসকদল বিজেপির জন্যও এই ভোট প্রচণ্ড জরুরি। এই ভোটই পরিষ্কার করে দিতে পারে মোদী সরকারের আরও দীর্ঘতর পথ চলার রাস্তা। তাই, এই ভোটকে টার্গেট করে চলতি মাস থেকেই প্রচার শুরু করে দিতে চাইছে পদ্ম শিবির। আর, সেই লক্ষ্যে প্রচারের ময়দানে নামছেন স্বয়ং দলের প্রধানতম মুখ নরেন্দ্র মোদী (Narendra Modi)।

দলীয় সূত্রে জানা যাচ্ছে যে,  বিহারের চম্পারণ থেকে আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার শুরু করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন ১৩ জানুয়ারি তারিখ থেকেই শুরু হতে পারে প্রচারকাজ। বিহারের বেতিয়া শহরের রমন ময়দানে একটি মিছিলে যোগ দিয়ে প্রচার শুরু করতে পারেন নমো। সেই সময়ে বিহারে একাধিক উন্নয়নশীল প্রকল্পের শিলান্যাসও করার কথা রয়েছে তাঁর। জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে বিহারের মধেপুরা ও নালন্দাতে একাধিক সভায় অংশ নেওয়ার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য বিহারে একাধিক বিস্তৃত পরিকল্পনা তৈরি করেছে বিজেপি। এই রাজ্যে মোট ৪০ টি আসনে জয়লাভ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নড্ডা জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে বিহারে বেশ কয়েকটি সমাবেশে বক্তৃতা রাখবেন। ১৫ জানুয়ারির পর থেকে প্রচারের বিধিনিষেধ তুলে নেওয়ার পর মূল সমাবেশগুলি হতে পারে। 


বিহার রাজ্যের বেগুসরাই, বেত্তিয়া এবং ঔরঙ্গাবাদে তিনটি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Latest Videos

একইভাবে, অমিত শাহ জানুয়ারী এবং ফেব্রুয়ারিতে সীতামারহি, মাধেপুরা এবং নালন্দায় সমাবেশে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে। জেপি নড্ডা-ও বেশ কয়েকটি জায়গায়, বিশেষ করে বিহারের সীমাঞ্চল এবং পূর্বাঞ্চলে সমাবেশ করতে পারেন।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla