
আজ ২২ শে অগাস্ট কলকাতায় তিনটি মেট্রো রুটের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। আজ শুক্রবার নোয়াপাড়া থেকে বিমানবন্দর, হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা এবং এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ- এই তিন রুটে মেট্রো উদ্বোধন করবেন মোদী। উদ্বোধনের পর সন্ধ্যা ছটা থেকে যাত্রীদের উদ্দেশ্যে খুলে দেওয়া হবে মেট্রো। মেট্রো উদ্বোধন করতে শহরে আসছেন মোদী। তার আগে বিশেষ পোস্ট করলেন প্রধানমন্ত্রী।
বঙ্গ সফরের আগে নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমি কলকাতায় বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে সমাবেশে যোগ দিতে আগ্রহী। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দিনে দিনে জনরোষ বাড়ছে। উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গের মানুষ অনেক আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে আছে। … বিহার ও পশ্চিমবঙ্গের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করব। এই দুই রাজ্যের উন্নয়নের গতিপথ ঠিক করতে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করব। বাণিজ্য-সংযোগের উন্নতি এবং মানুষের জীবনযাপন আরও সহজ হবে।’
তিনি আরও একটি পোস্টে লেখেন, ‘কলকাতার মানুষের মধ্যে থাকতে পারা সব সময়ই আনন্দের। এই শহরের উন্নয়নের জন্য আমরা অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেই প্রকল্পের উদ্বোধন। যে মেট্রো পরিষেবাগুলো উদ্বোধন করা হবে তার মধ্যে রয়েছে নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর। শিয়ালদহ- এসপ্ল্যানেড এবং বেলেঘাটা- হেমন্ত মুখোপাধ্যায় রুট। বিমানবন্দরের সঙ্গে ও আইটি হাব অঞ্চলগুলোতে যোগাযোগ উন্নচ করা হবে।’
এদিকে আজ উদ্বোধনী অনুষ্ঠানের যে কর্মসূচী তৈরি হয়েছে তা নিয়ে দেখা গিয়েছে জটিলতা। সেখানে নাম নেই শুভেন্দু অধিকারীর। ছাপানো হয়েছে বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যের নাম। এই নিয়ে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে ভুল নজরে আসার পরই কার্ড পরিবর্তন করা হয়েছে। আমন্ত্রণ পত্রে নাম আছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় দুই মন্ত্রী শান্তনু ঠাকুর, সুুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্যের। আজ উদ্বোধন হবে মেট্রো। মোট তিনটি নতুন রুটের উদ্বোধন করবেন মোদী।
সূত্রের খবর, ইস্ট ওয়েস্ট মেট্রোয় সেক্টর ফাইভ ও হাওড়া পর্যন্ত সারা দিনে ১৮৬টি মেট্রো চলবে। পরিষেবা চালু থাকবে রবিবারেও। নোয়াপাড়া-বিমানবন্দর পথে সারাদিন চলবে ১২০টি মেট্রো। নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পথে সারা দিনে চলবে ৬০টি মেট্রো।