১১ বছরে প্রধানমন্ত্রী মোদীর ১৫১টি দেশ ভ্রমণ কতটা কাজে এল অপারেশন সিঁদুরের সময়, দেখুন ভারতের সঙ্গী দেশগুলিকে

Published : May 23, 2025, 03:59 PM IST

PM Modi s foreign policy: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ নীতি বিয়ে প্রশ্ন উঠে যায়। বিরোধী দল কংগ্রেস প্রথম সওয়াল করেন মোদীর বিদেশনীতি নিয়ে। কিন্তু অপারেশন সিঁদুরের পর ভারতের পাশে কোনও কোন দেশগুলি রয়েছে দেখুন তার তালিকা। 

PREV
112
অপারেশন সিঁদুর

পাকিস্তানের মদত পুষ্ট জঙ্গিদের হামলার পহেলগাঁওতে ২৬ জনের মৃত্যু হয়েছিল। তারই বদলা নিতে পাকিস্তান ও পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে ভারত চালু করেছিল অপারেশন সিঁদুর।

212
অপারেশন সিঁদুর সফল

কেন্দ্রীয় সরকারের দাবি অপারেশন সিঁদুর সফল। পাক মদত পুষ্ট জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে বায়ু সেনা। নিহত ১০০ সন্ত্রাসবাদী। বাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংস করে দিয়েছে ভারত।

312
ভারতের দাবি

পাকিস্তানের কয়েকটি এয়ারবেস রীতিমত ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতীয় হামলার। কিন্তু তারপরই যুদ্ধ বিরতিতে চলে যায় পাকিস্তান আর ভারত।

412
মোদীর বিদেশনীতি নিয়ে প্রশ্ন

এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ নীতি বিয়ে প্রশ্ন উঠে যায়। বিরোধী দল কংগ্রেস প্রথম সওয়াল করেন মোদীর বিদেশনীতি নিয়ে।

512
কংগ্রেসের দাবি

কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, 'গত ১১ বছর ধরে প্রধানমন্ত্রী মোদী ঘন ঘন বিদেশ ভ্রমণ করছেন, কিন্তু আমাদের ভারত এখন একা! গত ১১ বছরে প্রধানমন্ত্রী মোদী ১৫১টি বিদেশ ভ্রমণ করেছেন এবং ৭২টি দেশ সফর করেছেন। এর মধ্যে তিনি ১০ বার আমেরিকা সফর করেছেন।'

612
মোদীর বিদেশ ভ্রমণে খরচ

বিদেশ মন্ত্রকের মুখপাত্র পবিত্র মার্গারিটা সংসদে একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছেন, গত তিন বছরে মোদী ২৮টি দেশ ভ্রমণ করেছেন। খরচ হয়েছে ২৫৮ কোটি টাকা ৯৭ লক্ষ ৮ হাজার ৪ টাকা। কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর বিদেশ সফরে থাকার জন্য শুধুমাত্র খরচ হয়েছে ১০০ কোটি ২২ লক্ষ ২২ হাজার ৭২৬ টাকা!এছড়াও অন্যান্য খরচ হয়েছে ৭৫ কোটি ৭০ লক্ষ ৫০ হাজার ৭২৫ টাকা।

712
বিরোধীদের দাবি

বিরোধীদের দাবি মোদীর থেকে অনেক কম বিদেশ ভ্রমণ করেছেন প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং। খরচ হয়েছিল মাত্র ১০ কোটি ৭৪ লক্ষ টাকা।

812
কংগ্রেসের প্রশ্ন এত বিদেশ সফরের পরের অবস্থা কী

কংগ্রেসের প্রশ্ন এত বিদেশ সফর প্রধানমন্ত্রীর। কিন্তু তারপরেও বিশ্বের অধিংশ দেশই ভারতের পাশে নেই এই পরিস্থিতিতে।

912
বাস্তব বলছে অন্য কথা

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সিঁদুর পর বিশ্বের বেশ কয়েকটি দেশ ভারতের পাশে রয়েছে। যারমধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প একাধিকবার ভারত-পাকিস্তানের অশান্তি থামানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন দাবি করলেও তিনি মোদীকে বারবার নিজের বন্ধু বলেও দাবি করেছেন।

1012
ভারতের পাশে

পাকিস্তান ইস্যুতে ভারতের পাশে প্রথম থেকেই রয়েছে ইজরয়েল, ব্রিটেনের মত দেশগুলি।

1112
মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের একাধিক দেশ পাকিস্তান-ইস্যুতে ভারতের পাশেই দাঁড়িয়েছ

1212
পাকিস্তানের পাশে

পকিস্তানের পাশে রয়েছে তুরস্ক। বাংলাদেশও পাকিস্তানের পাশে রয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories