'পারমাণবিক হুমকিতে ভয় পায় না ভারত', জন্মদিনে পাকিস্তানকে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

Published : Sep 17, 2025, 03:20 PM IST
narendra modi

সংক্ষিপ্ত

PM Modi News:  জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে অপারেশন সিঁদুরের স্তুতি। পারমাণবিক হামলায় ভয় পায় না নতুন ভারত। আর কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

PM Modi News: বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন। বিশেষ এই দিনে ধর-এ এক বিশাল জনসভায় ভাষণ দেন নমো।  জানা গিয়েছে, সম্প্রতি সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, জইশ ই মহম্মদ অপারেশন সিঁদুরে পাকিস্তানের বিশাল ক্ষতির কথা প্রকাশ্যে স্বীকার করেছিলেন। সেই প্রসঙ্গে বলতে গিয়ে  প্রধানমন্ত্রী বলেন, ‘’জইশের একজন শীর্ষ কমান্ডারের এই স্বীকারোক্তি প্রমাণ করে যে 'নতুন ভারত' কেবল দৃঢ়ভাবে সন্ত্রাসের জবাবই দেয় না, বরং কারোর পারমাণবিক হুমকিরও ভয় পায় না।'' 

কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?

তিনি বলেন, ‘’পাকিস্তানের জঙ্গিরা আমাদের বোন ও মেয়েদের সিঁদুর মুছে ফেলেছিল। আমরা 'অপারেশন সিঁদুর' চালিয়েছি এবং জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করেছি। আমাদের সাহসী সশস্ত্র বাহিনী চোখের পলকে পাকিস্তানকে নতজানু করেছে। গতকালও জাতি ও বিশ্ব আরেক পাকিস্তানি সন্ত্রাসীকে তার দুর্দশার কথা বলতে দেখেছে। এটি একটি নতুন ভারত। এটি কারও পারমাণবিক হুমকিকে ভয় পায় না। এটি একটি নতুন ভারত, যা সন্ত্রাসীদের তাদের নিজেদের ঘরে ঢুকে আঘাত করে।"

নমোর মুখে অপারেশন সিঁদুর প্রসঙ্গ

ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী গোষ্ঠী জইশ-ই-মুহাম্মদের শীর্ষ কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরি সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে স্বীকার করেছেন যে, গত ৭ মে পাকিস্তানের বাহাওয়ালপুরের জামিয়া মসজিদ সুবহানাল্লাহতে ভারতীয় বিমান হামলায় জইশ প্রধান মাসুদ আজহারের পরিবারের সদস্যরা নিহত হয়েছে। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

 

 

এই অপারেশন সিঁদুর ছিল গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের অন্ততনাগ জেলার পহেলগাঁমে নিরীহ পর্যটকদের উপর জঙ্গি হামলার প্রতিশোধ। সেদিনের ঘটনায় ২৬ জন পর্যটক নিহত হয়েছিল। আর তারপরই একযোগে ভারতের তিন বাহিনী পাকিস্তানের বাহাওয়ালপুরের পাশাপাশি, আরও আটটি সন্ত্রাসী আস্তানা ধ্বংস করে দেয়। যা ভারতের সবচেয়ে সাহসী বিমান হামলা হিসাবে বর্ণনা করা হয়েছে।

 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Railways: এবার তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় রদবদল, জানিয়ে দিল রেল
রজস্বলা নাবালিকাকে একটা স্যানিটারি ন্যাপকিন দিতে ব্যর্থ ইন্ডিগো, বাবার কাতর আর্জির ভিডিয়ো ভাইরাল