
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিহারের 'মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা' চালু করবেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিহারের ৭৫ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১০,০০০ টাকা করে পাঠাবেন, যার মোট পরিমাণ ৭,৫০০ কোটি টাকা।প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বিহার সরকারের এই উদ্যোগের লক্ষ্য হল মহিলাদের আত্মনির্ভর করে তোলা এবং স্ব-কর্মসংস্থান ও জীবিকার সুযোগের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন করা। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি পরিবার থেকে একজন মহিলাকে আর্থিক সহায়তা দেওয়া হবে, যাতে তাঁরা নিজেদের পছন্দের কর্মসংস্থান বা জীবিকা শুরু করতে পারেন। এর ফলে তাঁদের অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক ক্ষমতায়ন ঘটবে।
এই প্রকল্পের অধীনে, প্রত্যেক সুবিধাভোগী ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে প্রাথমিক অনুদান হিসেবে ১০,০০০ টাকা পাবেন। পরবর্তী পর্যায়ে ২ লক্ষ টাকা পর্যন্ত অতিরিক্ত আর্থিক সহায়তার সুযোগও থাকবে। এই সহায়তা সুবিধাভোগীর পছন্দের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, যেমন কৃষি, পশুপালন, হস্তশিল্প, দর্জি, বয়ন এবং অন্যান্য ছোট উদ্যোগ।
প্রকল্পটি হবে গোষ্ঠী-চালিত, যেখানে আর্থিক সহায়তার পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাঁদের উদ্যোগকে সমর্থন করার জন্য প্রশিক্ষণ দেবেন। তাঁদের উৎপাদিত পণ্য বিক্রির সুবিধার্থে রাজ্যে গ্রামীণ হাট-বাজার আরও উন্নত করা হবে।
মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার এই উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যজুড়ে জেলা, ব্লক, ক্লাস্টার এবং গ্রাম পর্যায়ে অনুষ্ঠান হবে, যেখানে ১ কোটিরও বেশি মহিলা এই কার্যক্রম দেখবেন।
এর আগে রাজস্থানে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাঁশওয়াড়া জেলায় কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে ১,২২,১০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী মোদী উত্তরপ্রদেশ আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৫-এরও উদ্বোধন করেন। এখানে এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন যে ভারত তার অবস্থান শক্তিশালী করছে এবং নিজের উন্নয়নের জন্য আর অন্য দেশের উপর নির্ভরশীল থাকবে না।