শনিবার মণিপুর সফরে প্রধানমন্ত্রী, ১৩-১৫ সেপ্টেম্বর ৫ রাজ্য সফর নরেন্দ্র মোদীর

Published : Sep 12, 2025, 04:13 PM IST
Modi's visit to Manipur

সংক্ষিপ্ত

PM Modi Manipur Visit: শনিবার মণিপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মণিপুরে অশান্তির পর এই প্রথম সেখানে যাচ্ছেন নরেন্দ্র মোদী। তাই আবার মোদীর মণিপুর সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ 

শনিবার মণিপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মণিপুরে অশান্তির পর এই প্রথম সেখানে যাচ্ছেন নরেন্দ্র মোদী। তাই আবার মোদীর মণিপুর সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। শনিবার অর্থাৎ ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর-এর মধ্যে মণিপুরের সঙ্গে মোদী মিজোরাম, অসম, পশ্চিমবঙ্গ, বিহার সফর করবেন।

মণিপুরে সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

মণিপুরের জন্য একাধিক উন্নয়ন মূলক প্রকল্পের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। তিনি চুরাচাঁদপুরে ৭৩০০ কোটি টাকার বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। মণিপুরে সড়ক উন্নয়নের জন্য ৩৬০০ কোটি টাকার প্রকল্প চালু করবেন। এছাড়াও ২৫০০ কোটি টাকা ৫টি মহাসড়ক ও ৯টি স্থানে কর্মজীবী মহিলাদের হোস্টেল-সহ অন্য়ান্য প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।

৫ রাজ্য সফরে মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাল প্রথমে মিজোরাম যাবেন। তিনি সকাল ১০টায় গিয়ে পৌঁছে যাবেন। সেখানে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। মিজোরাম থেকেই মোদী দুপুর সাড়়ে ১২টার দিকে মণিপুর যাবেন। তিনি চুরাচাঁদপুরে যাবেন। মণিপুর থেকে তিনি অসম যাবেন। পরের দিন ১৪ সেপ্টেম্বর মোদী যাবেন অসম। ১৫ সেপ্টেম্বর রবিবার মোদী পশ্চিমবঙ্গে আসবেন। এখান থেকে তিনি বিহারে যাবেন। এই সফরে সবমিলিয়ে মোদী ৭১ হাজার ৮৫০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি স্থাপন করবেন। মোদীর এবারের বঙ্গ ও বিহার সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিহারে নির্বাচন আসন্ন। আর বঙ্গে আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে এখন থেকে ঘর গুছাতে চাইছে  বিজেপি। সেই কারণেই  মোদীর বারবার এই রাজ্য সফর বলেও মনে করছে অনেকে। 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!