পুতিনকে জন্মদিনে শুভেচ্ছা নরেন্দ্র মোদীর,৭৩-এ পা দিলেন রুশ প্রেসিডেন্ট

Published : Oct 07, 2025, 07:31 PM IST
pm modi putin meeting

সংক্ষিপ্ত

মোদী ও পুতিন ভারত-রাশিয়ার বিশেষ ও সুধিবেপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার কথা বলেছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি রাষ্ট্রপতি পুতিনকে ভারতে স্বাগত জানাতে আগ্রহী। 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৭৩তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই রাষ্ট্রপ্রধান টেলিফোনে কথা বলেন। তিনি জানিয়েছেন, তিনি পুতিনকে ভারতে আসার ব্যাপারে আমন্ত্রণও জানিয়েছেন। দুই দেশের সম্পর্কের উন্নতির বিষয়েও আলোচনা করেছেন।

পুতিনের জন্মদিনে মোদীর শুভেচ্ছা

মোদী ও পুতিন ভারত-রাশিয়ার বিশেষ ও সুধিবেপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার কথা বলেছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি রাষ্ট্রপতি পুতিনকে ভারতে স্বাগত জানাতে আগ্রহী। জন্মদিনে তিনি পুতিনকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। পুতিনের সুস্বাস্থ্য কামনা করেছেন ও সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

দুই দেশের দ্বিপাক্ষিক কর্মসূচির অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন মোদী ও পুতিন। দ্বিপাক্ষিক কর্মসূচির অগ্রগতির পর্যালোচনা করেছেন। ভারত ও রাশিয়ার মধ্যে বিশেষ সুবিধেপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার জন্য় তারা একে অপরকে প্রতিশ্রুতি আরও একবার দিয়েছেন।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনের জন্য রাষ্ট্রপতি পুতিনকে ভারতে স্বাগত জানাতে আগ্রহী।

বর্তমানে ভারত আর রাশিয়ার মধ্যে সুসম্পর্ক রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার পাশাপাশি ভারতের ওপর প্রচুর পরিমাণে কর আরোপ করেছে। ভারত রাশিয়া থেকে সস্তায় তেল কেনে। তাতেই আপত্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আর সেই থাকেই ধীরে ধীরে কাছাকাছি আসছে ভারত ও রাশিয়া।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!