রবীন্দ্র সঙ্গীতে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতিকে স্মরণ বাবুলের, ট্যুইটারে শেয়ার করলেন প্রধানমন্ত্রী

Published : Sep 11, 2020, 09:52 AM ISTUpdated : Sep 11, 2020, 10:10 AM IST
রবীন্দ্র সঙ্গীতে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতিকে স্মরণ বাবুলের, ট্যুইটারে শেয়ার করলেন  প্রধানমন্ত্রী

সংক্ষিপ্ত

বাবুলের গানের প্রশংসা করেছিলেন প্রণব মুখোপাধ্যায় প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির স্মরণে তাই গান গাইলেন বাবুল রবীন্দ্র সঙ্গীতে প্রথম বাঙালি রাষ্ট্রপতিকে স্মরণ বাঙালি মন্ত্রীর সেই গান রিট্যুইট করে শ্রদ্ধা জানালেন খোদ প্রধানমন্ত্রী

প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি থাকাকালীন রাজঘাটের একটি অনুষ্ঠানে বাবুল সুপ্রিয়কে একটি গান গাইতে বলেছিলেন।  প্রণবাদার কথা ফেলতে পারেননি বিজেপি নেতা, গেয়েছিলেন রবীন্দ্রসঙ্গীত। সেই গান শুনে প্রশংসা করেছিলেন স্বয়ং প্রণব মুখোপাধ্যায়ও। প্রাক্তন রাষ্ট্রপতির স্মরণে সেই গানই রেকর্ড করেছেন বাবুল সুপ্রিয়। পাঠিয়েছেন  প্রণব মুখোপাধ্যায়ের পরিবারের কাছেও।

বৃহস্পতিবার  প্রণব মুখোপাধ্যায়ের শ্রাদ্ধানুষ্ঠানের দিনই গানটি প্রকাশিত হয়েছে। গানটি পোস্ট করে বাবুল লিখেছেন, "প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে আমার বিনীত শ্রদ্ধা।" 'ধায় যেন মোর সকল ভালবাসা' রবীন্দ্র সঙ্গীতের মধ্যে দিয়ে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বৃহস্পতিবার নিজের ট্যুইটারে সেই মিউজিক ভিডিওটি পোস্ট করেন বাবুল।

 

 

কিছুক্ষণের মধ্যেই সেই ট্যুইটি রিট্যুইট করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাবুলের এই গানের মধ্যে দিয়েই প্রণবদার প্রতি গোটা দেশের অনুভূতি  উঠে এসেছে বলে ট্যুইটে লেখেন প্রধানমন্ত্রী।

 

 

তাঁর ট্যুইট রিট্যুইট করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান আসানসোলের সাংসদ। তবে কেবল প্রধানমন্ত্রী নন, প্রণবপুত্র অভিজিৎ মুখোপাধ্যায়কেও ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী।

 

 

জানা গিয়েছে, বাবুলের গান বরবারই পছন্দ করতেন প্রণববাবু। প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের পরে তাঁর বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন বাবুল, তখনই প্রথম বাঙালি রাষ্ট্রপতির ছেলে অভিজিত মুখোপাধ্যায় আবারও তাঁকে সেকথা মনে করিয়ে দেন। এরপরই 'ধায় যেন মোর সকল ভালবাসা' এই গানটির মাধ্যমেই প্রণব মুখোপাধ্যায়কে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় মন্ত্রী৷ আর সেকারণেই অভিজিৎ মুখোপাধ্যায়কেও ধন্যবাদ জানিয়েছেন বাবুল সুপ্রিয়। 

PREV
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo