শিল্পপতি, বিনিয়োগকারী ও নোবেল বিজয়ীদের সঙ্গে বৈঠক মোদীর, ভারত ও মোদীর প্রশংসায় পঞ্চমুখ

শিল্পপতি, বিনিয়োগকারী ও নোবেল বিজয়ীদের সঙ্গে বৈঠক মোদীর, ভারত ও মোদীর প্রশংসায় পঞ্চমুখ

Published : Jun 21, 2023, 01:53 PM IST

আমেরিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের তাবড় শিল্পপতি, বিনিয়োগকারী ও নোবেল বিজয়ীদের সঙ্গে বৈঠক করলেন মোদী। মোদীকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রখ্যাত বিনিয়োগকারী এবং বিশ্লেষক রে ডালিও। তিনি বলেন, ‘সময় এসেছে এখন ভারতের সম্ভাবনা প্রচুর’

আমেরিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের তাবড় শিল্পপতি, বিনিয়োগকারী ও নোবেল বিজয়ীদের সঙ্গে বৈঠক করলেন মোদী। মোদীকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রখ্যাত বিনিয়োগকারী এবং বিশ্লেষক রে ডালিও। তিনি বলেন, 'সময় এসেছে এখন ভারতের সম্ভাবনা প্রচুর। ভারতের কাছে এখন এমন একজন সংস্কারক রয়েছেন,  যাঁর রূপান্তর করার ক্ষমতা রয়েছে। ভারত এবং প্রধানমন্ত্রী মোদী এমন এক সন্ধিক্ষণে রয়েছেন, যেখানে অনেক সুযোগ তৈরি হবে।' মোদীর প্রশংসা করলেন অ্যাস্ট্রোফিজিসিস্ট নিল ডিগ্রাসে টাইসন। আলোচনার পর তিনি বলেন, 'আকাশ প্রধানমন্ত্রী মোদীর সীমানা নয়। আমি এই দেশনেতার সাথে সময় কাটাতে পেরে আনন্দিত, যিনি বৈজ্ঞানিকভাবে চিন্তাশীল। ভারত কী করতে পারে তার কোনও সীমা নেই।' প্রখ্যাত চিন্তাবিদ নিকোলাস নাসিম তালেব প্রশংসা করলেন মোদীর। তিনি বলেন, 'আমি কোভিডের প্রতিক্রিয়ার জন্য ভারতের প্রশংসা করেছি। ভারত কীভাবে খুব দক্ষতার সাথে এটি মোকাবিলা করেছে। প্রধানমন্ত্রীর সাথে ঝুঁকি নেওয়া এবং অ্যান্টি-ফ্রাজিলিটি নিয়ে আলোচনা হয়েছে।' মোদীর সঙ্গে সাক্ষাতের পর উচ্ছ্বসিত নোবেল পুরস্কার বিজয়ী পল রোমার। 'একটা ভালো দিন হয়, যখন আমি কিছু শিখি এবং আজ আমি শিখেছি যে, ভারত এখন কী করছে। ভারত আধারের মতো প্রোগ্রামের মাধ্যমে প্রমাণীকরণ ফ্রন্টে বিশ্বকে পথ দেখাতে পারে। প্রধানমন্ত্রী এটা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। নগরায়ণ কোনও সমস্যা নয়। এটা একটা সুযোগ। আমি এটাকে স্লোগান হিসেবে নিই।'

06:32'মা কালীর ভূমির সঙ্গে আজ মা কামাখ্যা জুড়ে গেল' বন্দে ভারত উদ্বোধনে বিরাট বার্তা মোদীর
12:52মুম্বই সহ মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে বড় জয়ের উচ্ছ্বাস বিজেপির, এবার কি বাংলাতেও গেরুয়া ঝড়
19:34মরুশহরে শক্তির গর্জন, ভারতীয় সেনাবাহিনীর অত্যাধুনিক সমরাস্ত্র ও সাহসিকতার সামরিক প্যারেড
03:03IPAC-কাণ্ডে বড় ধাক্কা হাইকোর্টে তৃণমূলের! মমতাকে তীব্র আক্রমণ বিজেপির
09:31আদালতে নির্দোষ প্রমাণিত বাবা-মা, তবুও জার্মানিতে বন্দি ছোট্ট আরিহা, সাহায্য চাইল পরিবার
07:45'পাকিস্তানে ঢুকে গ্রাউন্ড অ্যাকশনের জন্য প্রস্তুত ছিল সেনা' কড়া বার্তা সেনাপ্রধানের
07:12মোদীর মোক্ষম চাল! 'ভারতই সবথেকে গুরুত্বপূর্ণ' দিল্লিতে পা রেখেই বার্তা মার্কিন রাষ্ট্রদূতের
07:12মোদীর মোক্ষম চাল! 'ভারতই সবথেকে গুরুত্বপূর্ণ' দিল্লিতে পা রেখেই বার্তা মার্কিন রাষ্ট্রদূত Sergio Gor
33:06'মন্দির লুট করা হয়েছে...' অজিত ডোভালের ৩৩ মিনিটের এই বক্তব্য ইতিহাস বদলে দেবে | NSA Ajit Doval
33:05অজিত ডোভালের 'বিজয় মন্ত্র' ৩৩ মিনিটের এই ভাষণ বদলে দেবে আপনার ভাবনা!
Read more