আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ প্রধানমন্ত্রীর
আর্জেন্টিনা সফরে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘বুয়েনস আইরেসে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানালাম। গুরুদেব ১৯২৪ সালে আর্জেন্টিনা সফর করেছিলেন এবং তাঁর এই সফর, বহু মানুষ, বিশেষত: শিক্ষাবিদ ও ছাত্রছাত্রীদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল। ভারতবর্ষে আমরা, আমাদের জাতির ইতিহাস ও সংস্কৃতিতে গুরুদেবের অবদানের বিষয়ে গর্বিত। শিক্ষা ও জ্ঞানলাভের বিষয়ে তাঁর গুরুত্ব আরোপও বিশেষ প্রেরণাদায়ক।’
210
বুয়েনস আইরেস সফরে মহাত্মা গান্ধীর প্রতিও শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী
বুয়েনস আইরেসে মহাত্মা গান্ধীরও মূর্তি আছে। সেখানে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
310
আর্জেন্টিনায় ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে
আর্জেন্টিনায় অনেক ভারতীয়র বাস। তাঁদের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।