PM Modi: ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত ১৪টি দেশের সর্বোচ্চ সম্মান পেয়েছেন মোদী

২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত ১৪টি দেশ নিজেদের সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত করেছে নরেন্দ্র মোদীকে। বৃহস্পতিবার কেন্দ্র সরকার রাজ্যসভায় এই তথ্য জানিয়েছে।

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাথার আবারও সাফল্যের পালক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বিশ্ব নেতৃত্বের স্বীকৃতি হিসেবে শুধুমাত্র ভারতই নয় বিশ্বের ১৪টি দেশ সম্মানিত করেছে। ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত ১৪টি দেশ নিজেদের সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত করেছে নরেন্দ্র মোদীকে। বৃহস্পতিবার কেন্দ্র সরকার রাজ্যসভায় এই তথ্য জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ভি মুরালিধরন একটি প্রশ্নের উত্তরে বলেন মোদী ২০১৮ সালে রাষ্ট্রসংঘের সর্বোচ্চ পরিবেশ পুরস্কার পেয়েছিলেন। ২০১৪ সাল থেকে এপর্যন্ত !৪টি দেশের সর্বোচ্চ জাতীয় পুরস্কার ও রাষ্ট্রসংঘের সর্বোচ্চ সম্মান পেয়েছেন তিনি।

সম্মানগুলি হল-

Latest Videos

সৌদি আরবের বাদশাহ আবদুল আজিজ আল সৌদ

আফগানিস্তানের গাজি আমির আমানুল্লাহ খান

প্যালেস্টাইনের প্যালেস্টাইন রাষ্ট্রের গ্র্যান্ড কলার

সংযুক্ত আরব আমিরশাহীর বেসামরিক সম্মান জায়েদ

রাশিয়ার সেন্ট অ্যান্ড্র

মালদ্বীপের অর্ডার অব দ্যা ডিস্টিংগুইশড রুল অব ইজ্জুদিন

বাহারাইনের রাজা হামাদের রেনেসাঁ

ইউনাইটেড স্টেটসের লিজিয়ান অব মেরিট

ভূটানের ড্রাগন কিং

ফিজির ফিজির ফিজির অর্ডার

পাপুয়া নিউগিনির লোগোগু অর্ডার

মিশরের অর্ডার অব দ্যা নীল

ফ্রান্সের লিজিয়ন অব অনার

গ্রিসের অর্ডার অব অনার

সম্প্রতি শীতকালীন অভিবেশন চলছে। সেখানেই এটি প্রশ্নের উত্তরে এমটা জানিয়েছে কেন্দ্র সরকার। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla