PM Modi: ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত ১৪টি দেশের সর্বোচ্চ সম্মান পেয়েছেন মোদী

Published : Dec 14, 2023, 08:53 PM IST
PM Modi UAE

সংক্ষিপ্ত

২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত ১৪টি দেশ নিজেদের সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত করেছে নরেন্দ্র মোদীকে। বৃহস্পতিবার কেন্দ্র সরকার রাজ্যসভায় এই তথ্য জানিয়েছে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাথার আবারও সাফল্যের পালক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বিশ্ব নেতৃত্বের স্বীকৃতি হিসেবে শুধুমাত্র ভারতই নয় বিশ্বের ১৪টি দেশ সম্মানিত করেছে। ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত ১৪টি দেশ নিজেদের সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত করেছে নরেন্দ্র মোদীকে। বৃহস্পতিবার কেন্দ্র সরকার রাজ্যসভায় এই তথ্য জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ভি মুরালিধরন একটি প্রশ্নের উত্তরে বলেন মোদী ২০১৮ সালে রাষ্ট্রসংঘের সর্বোচ্চ পরিবেশ পুরস্কার পেয়েছিলেন। ২০১৪ সাল থেকে এপর্যন্ত !৪টি দেশের সর্বোচ্চ জাতীয় পুরস্কার ও রাষ্ট্রসংঘের সর্বোচ্চ সম্মান পেয়েছেন তিনি।

সম্মানগুলি হল-

সৌদি আরবের বাদশাহ আবদুল আজিজ আল সৌদ

আফগানিস্তানের গাজি আমির আমানুল্লাহ খান

প্যালেস্টাইনের প্যালেস্টাইন রাষ্ট্রের গ্র্যান্ড কলার

সংযুক্ত আরব আমিরশাহীর বেসামরিক সম্মান জায়েদ

রাশিয়ার সেন্ট অ্যান্ড্র

মালদ্বীপের অর্ডার অব দ্যা ডিস্টিংগুইশড রুল অব ইজ্জুদিন

বাহারাইনের রাজা হামাদের রেনেসাঁ

ইউনাইটেড স্টেটসের লিজিয়ান অব মেরিট

ভূটানের ড্রাগন কিং

ফিজির ফিজির ফিজির অর্ডার

পাপুয়া নিউগিনির লোগোগু অর্ডার

মিশরের অর্ডার অব দ্যা নীল

ফ্রান্সের লিজিয়ন অব অনার

গ্রিসের অর্ডার অব অনার

সম্প্রতি শীতকালীন অভিবেশন চলছে। সেখানেই এটি প্রশ্নের উত্তরে এমটা জানিয়েছে কেন্দ্র সরকার। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IndiGo Flight: দিল্লী থেকে ওড়ার পরেই ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক! লখনউতে জরুরি অবতরণ
সিঙ্গুরের জনসভায় মোদীর নতুন স্লোগান, 'পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার'