Narendra Modi: 'কারও অঙ্গুলিহেলনে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতি হয়নি', ট্রাম্পকে স্পষ্ট বার্তা মোদীর

Published : Jun 18, 2025, 11:35 AM IST
modi trump

সংক্ষিপ্ত

PM Modi On Trump: জি৭ সামিটের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন নরেন্দ্র মোদী। কী কথা হল দুই রাষ্ট্রনেতার মধ্যে? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

PM Modi On Trump: গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের অন্ততনাগ জেলার পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই একেবারে নরমে-গরমে চরমে ভারত-পাকিস্তান সম্পর্ক। যুযুধান দুই দেশের সংঘর্ষের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জি৭ সামিটে যোগ দিতে বর্তমানে কানাডা সফরে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সেখানেই নমোর সঙ্গে ফোনে কথা বলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রামন্প। দুই রাষ্ট্রনেতার ফোনে কথা বলার বিষয়টি এদিন জানিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি।

তিনি বলেন, ''প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনে প্রায় ৩৫ মিনিট ধরে কথোপকথন হয়েছে। ফোনালাপে ট্রাম্পকে অপারেশন সিঁদুরের বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছএন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ভারত-পাক যুদ্ধবিরতি যে কারও মধ্যস্থতায় হয়নি সে কথাও জানান তিনি। তবে ৩৫ মিনিটের কথাবার্তায় দুই রাষ্ট্রনেতার মধ্যে বাণিজ্য সংক্রান্ত কোনও বিষয় নিয়ে আলোচনা হয়নি।''

সরকারি সূত্রে খবর, অপারেশন সিঁদুরের পর মোদীর সঙ্গে ট্রাম্পের এই প্রথম কথা হল। যদিও এই কথোপকথনে পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় সঙ্কল্পের কথা জানিয়েছেন মোদী। একই সঙ্গে পাকিস্তানের গুলির জবাব ভারত যে গোলার মাধ্যমে দেবে ট্রাম্পকে তাও স্পষ্ট করেন নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, একই সঙ্গে অপারেশ সিঁদুরের পর গত ৯ মে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেভি ভ্যান্সের সঙ্গে ফোনে কথা হয়েছে বলেও ট্রাম্পকে জাননিয়েছেন নরেন্দ্র মোদী।

মিশ্রি আরও বলেন, ''ভারতের উপর পাকিস্তান বড় হামলা চালাতে পারে, এমন কথা ভ্যান্স মোদীকে জানিয়েছিলেন। তাঁর উত্তরে মোদী ভ্যান্সকে জানান, যদি এমন কোনও ঘটনা ঘটে তবে ভারত আরও বড় পাল্টা জবাব দেবে। মোদী-ট্রাম্পের ফোনালাপে সেই বিষয়টিও উঠে এসেছে। ট্রাম্পকে মোদী বলেন, ভারত পাকিস্তানের হামলার যথাযথ জবাব দিয়েছে। ওদের সেনাছাউনি ধ্বংস করেছে। ভারতের পাল্টা হামলার পরেই পাকিস্তানের তরফে সংঘর্ষবিরতি প্রস্তাব আসে।''

অন্যদিকে, দুই রাষ্ট্রনেতার ফোনে কথোপকথনের সময় মোদী মার্কিন প্রেসিডেন্টকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন। নমোর আমন্ত্রণে সম্মতি জানিয়েছেন ট্রাম্প। সূত্রের খবর, কানাডা সফর সেরে মোদী কী আমেরিকা ঘুরে যেতে পারবেন ফোনে নমোর কাছে সে কথা জানতে চেয়েছিলেন ট্রাম্প। যদিও প্রধানমন্ত্রীর পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় তিনি এখন সেখানে যেতে পারবেন না বলেও জানিয়েছেন। তবে ভারতে আয়োজিত কোয়াড সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, মোদীর আমন্ত্রণে সাড়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে খুব শীঘ্রই সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেছেন বলেও জানিয়েছেন বিক্রম মিশ্রি।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদী আবারও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মঞ্চ জি-৭ শীর্ষ সম্মেলন ২০২৫-এ যোগ দিতে কানাডায় পৌঁছেছেন। প্রধানমন্ত্রী মোদী আলবার্টা প্রদেশের কানানাস্কিসে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ৫১তম বৈঠকে টানা ষষ্ঠবারের মতো ভারতের প্রতিনিধিত্ব করছেন। তার এই সফরের বিশেষ দিক হল এটি ১০ বছরের মধ্যে তার প্রথম কানাডা সফর। প্রধানমন্ত্রীকে এবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন। দুই দেশের সম্পর্কের পুনরুজ্জীবনের দিকে এটি একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

পুতিনকে গার্ড অফ অনার: দেখে নিন রাষ্ট্রপতি ভবনের ৫টি বিশেষ মুহূর্তের ছবি
'বাধাহীন ভাবেই ভারতকে তেল বিক্রি করবে রাশিয়া', দিল্লি সফরে এসে মোদীকে সাফ বার্তা পুতিনের