১০ তারিখের মধ্যে ব্যাঙ্কে গিয়ে করতে হবে এই কাজ! না হলে বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট, ফেরত পাবেন না টাকাও?

Published : Apr 09, 2025, 09:07 AM IST

১০ তারিখের মধ্যে ব্যাঙ্কে গিয়ে করতে হবে এই কাজ! না হলে বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট, ফেরত পাবেন না টাকাও?

PREV
17

১০ এপ্রিলের মধ্যে ব্যাঙ্কে গিয়ে এই কাজ না করলে ব্যাপক সমস্যার মুখে পড়তে হতে পারে। বন্ধ হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। চোট যেতে পারে জমানো অর্থও। 

27

কিন্তু কী এমন কাজ করার নিয়ম জারি করল কেন্দ্র? যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে। আসুন জেনে নেওয়া যাক-

47

এই কড়া নির্দেশ জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাই ১০ এপ্রিলের মধ্যে ব্যাঙ্কে গিয়ে এই কাজ করতেই হবে।

57

পিএনবি গ্রাহকদের জন্য এল নতুন নিয়ম। আগামী ১০ এপ্রিলের মধ্যে ব্যাঙ্কে গিয়ে কেওয়াইসি আপডেট করতে হবে। KYC আপডেট না করলেই অ্যাকাউন্টটি বন্ধ করে দেবে ব্যাঙ্ক।

67

সমস্ত PNB গ্রাহকদের জন্য জারি করা হয়েছে এই কড়া নিয়ম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে। আর ব্যাঙ্কে গিয়ে KYC আপডেট ১০ এপ্রিলের মধ্যে করতে হবে।

77

আগে KYC আপডেট করার শেষ দিন ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। পরে তা বাড়িয়ে ১০ এপ্রিল করা হয়েছে।

click me!

Recommended Stories