১০ এপ্রিলের মধ্যে এই নিয়ম না মানলে বন্ধ হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কেটে নিতে পারে টাকা, নির্দেশ RBI-র

Published : Apr 09, 2025, 03:55 PM IST

আরবিআই-এর নতুন নির্দেশ, ১০ এপ্রিলের মধ্যে পিএনবি গ্রাহকদের কেওয়াইসি জমা দিতে হবে। অন্যথায় অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ হতে পারে এবং জরিমানা হতে পারে।

PREV
110

হাতে আর একটি দিন। ১০ এপ্রিলের মধ্যে ব্যাঙ্কে গিয়ে এই বিশেষ কাজ করে নিন।

210

১০ এপ্রিলের মধ্যে এই নিয়ম না মানলে অস্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কেটে নিতে পারে মোটা টাকা।

410

কিন্তু, কী এমন নিয়ম জারি করল আরবিআই? যা না মানলে হতে পারে বিপদ? আসুন জেনে নেওয়া যাক-

510

পিএনবি-র গ্রাহকদের জন্য এসেছে এই নতুন নিয়ম। যা মানতে হবে ১০ এপ্রিলের মধ্যে।

610

আপনি যদি পিএনবি-র গ্রাহক হন তাহলে ১০ এপ্রিলের মধ্যে আপনার কেওয়াইসি জমা করান।

710

KYC আপডেট করা না থাকলে অস্থায়ী ভাবে বন্ধ হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

810

এমনকী কাটা হতে পারে টাকাও। শোনা যাচ্ছে এমনটা।

910

তাই পিএনবি থেকে কোনও মেল বা এসএমএস পেলে তা উপেক্ষা করবেন না। দ্রুত আপনার বাড়ির কাছের ব্যাঙ্কের শাখায় যোগাযোগ করুন।

1010

আর আজই আপনার KYC জমা দিন। KYC আপডেট করা না থাকলে আপনিই পড়বেন বিপদে।

click me!

Recommended Stories