নুন আনতে পান্তা ফুরনোর অবস্থা, হিরে পেয়ে রাতারাতি ধনি বনল কৃষক

  • অন্ধ্রপ্রদেশের জমি থেকে একের পর এক হিরের সন্ধান
  • ছয় মাসে দুই জন চাষের জমি খুঁড়ে হিরে পেয়েছেন
  • এক ব্যক্তি হিরে বিক্রি  ১৩ লক্ষের বেশি পেয়েছেন
  • ওই ব্যক্তির হিরে পাওয়া নিয়ে চাঞ্চল্য দেখতে দেখা দিয়েছে

debojyoti AN | Published : Oct 21, 2019 12:05 PM IST / Updated: Oct 21 2019, 05:36 PM IST

অন্ধ্রপ্রদেশের কুরনুল প্রদেশের কৃষক। দিন আনা দিন খাওয়া ওই কৃষকের দুই বেলা ভাত খাওয়া জোটে কি না সন্দেহ। কোনও রকমে একবেলা খেয়ে আর একবেলা না খেয়ে দিন গুজরান করেন ওই কৃষক। জীবনের প্রতি বীতশ্রদ্ধ ওই কৃষক সমস্ত আশা অনেক আগেই ছেড়ে দিয়েছিলেন। রোজ দিনের মতো তাঁর নিজের খেতে যেতেই অবাক কাণ্ড। কৃষিকাজ করতে করতে করতে তিনি পেয়ে যান  একটা হিরে। বাজারে সেই হীরের মূল্য প্রায় ৬০ লক্ষ টাকার বেশি।  এই অবাক করা কাণ্ড ঘটেছে অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলার গোলাভানাপল্লী গ্রামে।  এক রাতের মধ্যে ওই দরিদ্র কৃষক হয়ে যান লাখপতি। 

ওই কৃষক ইতিমধ্যে স্থানীয় এক ব্যবসায়ীকে ওই হিরে বিক্রী করে ১৩ লক্ষ টাকা পেয়েছে। সঙ্গে ওই গয়নার ব্যবসায়ীকে কৃষককে ৫০ গ্রাম ওজনের সোনাও দিয়েছেন। যদিও অন্ধপ্রদেশ প্রশাসন বা স্থানীয় প্রশাসন এই বিষয়ে কোনও সরকারি বিবৃতি প্রকাশ করেনি। তবে ঘটনায় এলাকায় চাঞ্চল্য পড়ে গিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। হিরেটি কত বড় বা কত ক্যারটের সেই বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে  গোলাভানাপল্লী সহ অন্ধ্রপ্রদেশের বেশ কিছু গ্রামে বর্ষাকালে হিরে খুঁজতে বের হন স্থানীয়রা। জানা যায়, দূর দূর থেকে অনেক লোক ওই সব এলাকায় হিরে খুঁজতে আসেন। 

Latest Videos

প্রসঙ্গত, কিছুদিন আগে ১২ জুন অন্ধ্রপ্রদেশের  জোন্নাগিরি থেকে এক ব্যক্তি মাটি খুঁড়ে ৮ ক্যারেটের একটি হিরে পান। স্থানীয় বাজারে ওই হিরে বিক্রি করে ব্যক্তিটি ২০ লক্ষ টাকা পান। তবে জানা যায়, বাজারে ওই হিরের আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা ছিল।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari : মেদিনীপুর শহরে নির্বাচনী প্রচারে শুভেন্দু অধিকারী, সারলেন জনসংযোগ
ভক্তরা মজলেন অরিজিৎ সিং ও এড শিরানের যুগলবন্দীতে! #shorts #shortsvideo #shortsviral #shortsyoutube
হুমায়ুনের বিরুদ্ধে কোন ব্যবস্থা নয় তাহলে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর কেন? প্রশ্ন অগ্নিমিত্রার
'পোলিং এজেন্টকে বুথ থেকে বের করে দিলে আমরা জাতীয় সড়ক অবরোধ করব' হুঙ্কার শুভেন্দুর | Suvendu Adhikari
'অন্য রাজ্য হলে ফিরহাদের কোমরে দড়ি...' মেদিনীপুরে বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari |