আবারও নীতিশ কুমার ও তাঁর দল জেডিইউকে চ্যালেঞ্জ জানালেন প্রশান্ত কিশোর। আগেই তিনি নীতিশ কুমার ও তাঁর দলকে চ্যালেঞ্জ করেছিলেন। আবার নতুন চ্যালেঞ্জ প্রশান্ত কিশোরের।
আবারও নীতিশ কুমার ও তাঁর দল জেডিইউকে চ্যালেঞ্জ জানালেন প্রশান্ত কিশোর। আগেই তিনি নীতিশ কুমার ও তাঁর দলকে চ্যালেঞ্জ করেছিলেন। বলেছিলেন নীতিশ কুমারের দল যদি বিহার বিধানসভা নির্বাচনে ২৫টির বেশি আসন পায় তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।
25
এবার আবার নতুন চ্যালেঞ্জ
ভোট পর্ব মিটতে না মিটতেই জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর আবার নতুন চ্যালেঞ্জ আর সেই সঙ্গে রাজনীতি আর বিহার ছাড়ার কথা বলেছেন। আগেও অবশ্য তিনি রাজনীতি ছাড়ার কথা বলেছেন। যদিও এখনও সেই বিষয়ে ৩৬০ ডিগ্রি ঘুরে গেছেন প্রশান্ত কিশোর।
35
প্রশান্ত কিশোরের নতুন চ্যালেঞ্জ
জন সুরজ পার্টির নেতা প্রশান্ত কিশোর বলেছেন,'নীতিশ কুমারের সরকার তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ১.৫ কোটি মহিলাকে ২ লক্ষ টাকা দান করে, তাহলে আমি অবশ্যই রাজনীতি ছেড়ে দেবো।' এখানেই শেষ করেননি প্রশান্ত কিশোর। তিনি আরও বলেন, 'যদি তারা আসলে এই প্রকল্পটি বাস্তবায়ন করে তাহলে রাজনীতি ভুলে যাও আমি বিহার ছেড়ে চলে যাবো।'
প্রশান্ত কিশোরকে তাঁর চ্যালেঞ্জের জন্য রাজনীতি ছাড়ার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'আমি বলেছিলাম যে যে জেডি(ইউ) যদি ২৫টির বেশি আসন পায় তাহলে আমি রাজনীতি থেকে অবসর নেব। কিন্তু আমার এমন কেনও পদ আছে যে আমি পদত্যাগ করব?'
55
জনগণের পাশে প্রশান্ত কিশোর
প্রশান্ত কিশোর আরও বলেন, তিনি কখনই বলেননি যে তিনি জনগণের পক্ষে কথা বলা বন্ধ করেন। জন সুরজ পার্টির পরাজয় নিয়েও মুখ খুলেছেন তিনি বলেছেন, তাঁরা প্রথম নির্বাচনে লড়েছেন। তিনি বলেছেন, এই পরাজয় সাময়িক। আগামী দিনে তাঁর দল জয় পাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।