নতুন বছরের শুরুতেই রান্নার গ্যাস, বিমানের জ্বালানির দাম কমল, স্বস্তিতে মধ্যবিত্ত

Published : Jan 01, 2025, 09:33 PM IST

নতুন বছরের শুরু থেকেই বিভিন্ন পণ্য ও পরিষেবা ক্ষেত্রে নানা বদল হবে বলে শোনা যাচ্ছিল। সাধারণ মানুষ কিছুটা আশঙ্কায় ছিলেন। তবে ২০২৫ সালের প্রথম দিন কিছুটা স্বস্তির খবর পাওয়া গেল।

PREV
110
ইংরাজি নতুন বছরের প্রথম দিনই বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমে গেল

২০২৫ সালের প্রথম দিনই বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কিছুটা কমে গেল। ফলে হোটেল-রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা খুশি।

210
দেশের সব রাজ্যেই বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেশ কিছুটা কমে গিয়েছে

দিল্লিতে বাণিজ্যিক গ্যাসের প্রতি সিলিন্ডারে ১৪.৫০ টাকা কমে গিয়েছে। দেশের কয়েকটি রাজ্যে দাম আরও কমে গিয়েছে।

310
কলকাতায় প্রতি ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১৬ টাকা করে

গত মাসে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১,৯২৭ টাকা করে। তা এখন ১৬ টাকা করে কমে হয়েছে ১,৯১১ টাকা।

410
দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বইয়েও বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমে গিয়েছে

মুম্বইয়ে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে ১৫ টাকা করে কমানো হয়েছে। গত মাসে দাম ছিল ১,৭৭১ টাকা। এখন দাম হয়েছে ১,৭৫৬ টাকা।

510
দেশের অন্যতম প্রধান মেট্রোপলিটন শহর চেন্নাইয়েও ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমেছে

চেন্নাইয়ে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১৪.৫০ টাকা করে কমেছে। গত মাসে প্রতি সিলিন্ডারের দাম ছিল ১,৯৮০.৫০ টাকা। এখন তা কমে হয়েছে ১,৯৬৬ টাকা।

610
বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অবশ্য কমানোর কথা ঘোষণা হয়নি

সাধারণ যে রান্নার গ্যাসে বাড়িতে রান্না করা হয়, সেই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমানোর কথা ঘোষণা করা হয়নি।

710
ইংরাজি নতুন বছরের প্রথম দিনই ভারতে বিমানের জ্বালানির দাম কিছুটা কমানো হয়েছে

বিমানের জ্বালানির দামের উপর উড়ানের ভাড়া নির্ভর করে। এক্ষেত্রে নতুন বছরের প্রথম দিনই স্বস্তি পাওয়া গেল।

810
ভারতে বিমানের জ্বালানির দাম ১.৫ শতাংশ কমে গেল, বুধবার থেকেই কার্যকর

ভারতে রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থাগুলি বিমানের জ্বালানির দাম ১.৫ শতাংশ কমানোর কথা ঘোষণা করেছে।

910
নতুন বছরের শুরুতে দিল্লিতে বিমানের জ্বালানির দাম একধাক্কায় অনেকটাই কমে গিয়েছে

বুধবার থেকে দিল্লিতে বিমানের জ্বালানির দাম প্রতি কিলোলিটারে ৯১,৮৫৬.৮৪ টাকা থেকে ১,৪০১.৩৭ টাকা কমে হয়েছে ৯০,৪৫৫.৪৭ টাকা।

1010
কলকাতায় নতুন বছরের প্রথম দিন থেকে বিমানের জ্বালানির নতুন দাম কত হল দেখে নিন

কলকাতায় গত মাসে বিমানের জ্বালানির দাম প্রতি কিলোলিটারে ছিল ৯৪,৫৫১.৬৩ টাকা। তা এবার ১,৪৯১.৮৪ টাকা কমে হল ৯৩,০৫৯.৭৯ টাকা।

click me!

Recommended Stories