সোশ্যাল মিডিয়া নিয়ে গুগলির পর এবার রঙের উৎসব, হোলি খেলবেন না জানালেন মোদী-শাহ

 

  • দেশজুড়ে ছড়িয়েছে করোনা আতঙ্ক
  • এরমধ্যেই সামনের সপ্তাহের রঙের উৎসব হোলি
  • হোলির অনুষ্ঠানে অংশ নেবেন না প্রধানমন্ত্রী
  • জমায়েত করে রঙ খেলবেন না অমিত শাহও

মারণ ভাইরাস থাবা বসিয়েছে এদেশেও। ইতিমধ্যে ১২ জন ভারতীয়র শরীরে পাওয়া গিয়েছে করোনা ভাইরাস। এরসঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন ইতালি থেকে আসা আরও ১৬ জন পর্যটক। সবমিলিয়ে বর্তমানে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গেছ ২৮। আর এই পরিস্থিতিতে আগামী সপ্তাহে রঙের উৎসব হোলি। যেখানে সকলে মিলে হুল্লোড় করাই নিয়ম। কিন্তু করোনা আতঙ্কের কারণে জমায়েত এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সেই কারণে এবছর হোলির কোনও  অনুষ্ঠানে তিনি অংশ নেবেন না বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

করোনা সংক্রমণ রুখতেই এবার  হোলি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। ট্যুইটে নরেন্দ্র মোদী লেখেন, 'কোভিড-১৯ নোভেল করোনাভাইরাসের সংক্রমণ আটকাতে বিশ্বজুড়ে বিশেষজ্ঞরা জমায়েত এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তাই এই বছর আমি কোনও হোলির মিলন অনুষ্ঠানে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।'

Latest Videos

এর আগে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য দেশবাসীর কাছে আবেদন করে ট্যুইট করেছিলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে আশ্বস্ত করে তিনি জানিয়েছিলেন, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক এবং রাজ্য সরকারগুলি একজোট হয়ে কাজ করছে৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবছর হোলির কোন মিলন উৎসবে অংশ নেবেন না বলে জানিয়েছেন। এনিয়ে ট্যুইটও করেছেন তিনি। এবছর হোলির জমায়েত এড়াতে সকলকে অনুরোধ করেছেন অমিত শাহ। 

Share this article
click me!

Latest Videos

পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed