দেশজুড়ে পালিত হচ্ছে ৭৫তম প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসে নজর কাড়ল প্রধানমন্ত্রী মোদীর পাগড়ি। মোদীর পরনে সাদা কুর্তা-পাজামা, মেটে রঙের হাফ হাতা জ্যাকেট, মাথায় পাগড়ি। আর দেশবাসীর নজর আটকেছে সেই পাগড়িতেই।
দেশজুড়ে পালিত হচ্ছে ৭৫তম প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসে নজর কাড়ল প্রধানমন্ত্রী মোদীর পাগড়ি। মোদীর পরনে সাদা কুর্তা-পাজামা, মেটে রঙের হাফ হাতা জ্যাকেট, মাথায় পাগড়ি। আর দেশবাসীর নজর আটকেছে সেই পাগড়িতেই। মোদীর পাগড়িতে হলুদ রং নজর কেড়েছে। পাগড়ির সঙ্গে 'রামযোগ' পেয়েছেন অনেকেই। মনে করা হয়, ভগবান রামের প্রিয় রং ছিল হলুদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রামভক্তি কাউর অজানা নয়। অনুমান, রাম ভক্তির কারণেই প্রধানমন্ত্রী ওই পাগড়ী পড়েছেন। মোদীর পাগড়ী নিয়ে নেট মাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা!