এক দুদিন নয়, টানা সাত দিন হয়ে গেল। ঠিক এভাবেই অভিনব কায়দায় অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন রাজস্থানের একদল তরুণ। প্রতিবাদের স্থান কংগ্রেস সরদ দফতর। টানা সাতদিন মুরগির মত পোজ দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা। কিন্তু কেন? এই প্রশ্নটাই উঠছেই। রাজস্থান সরকারের চুক্তিভিক্ত নিয়োগের প্রতিবাদ জানাতেই কম্পিউটারে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিধারী বিক্ষোভকারীদের দিল্লিতে কংগ্রেসের কার্যলয়ের সামনে প্রতিবাদ বিক্ষোভ। তাঁদের অভিযোগ অশোক গেহলট সরকার স্থায়ীভাবে নিয়োগ করছে না। চুক্তির ভিত্তিতে নিয়োগ করছে, বেকারদের কাছে অপমান হিসেবেই চিহ্নিত হয়েছে।
২০২০-২১ সালের বাজেটে রাজস্থান সরকার কম্পিউটার শিক্ষক ক্যাডার তৈরির কথা ঘোষণা করেছিল। যা উৎসাহী করেছিলেন কম্পিউটার ডিগ্রিধারী তরুণদের। কর্মসংস্থানের আশায় তাঁরা বুক বেঁধেছিলেন। কিন্তু রাজস্থান সরকারের নতুন ঘোষণা তাঁদের হতাশ করে। চুক্তির ভিত্তিতে নিয়োগের ঘোষণা রীতিমত হতাশ হয়ে পড়েন কম্পিউটার ডিগ্রিধারীরা। তাই প্রতিবাদে সামিল হয়ে রাজ্য সরকারের পাশাপাশি কংগ্রেস হাইকমান্ড সনিয়া গান্ধীর কাছে বিচারের আসায় হত্যা দিয়ে পড়ে রয়েছেন।
প্রতিবাদকারীরা বলেছেন যে জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী উত্তর প্রদেশে এই বিষয়ে বিরোধিতা করেছিলেন। তাই রাজস্থান যদি সেই পথেই হাঁটে তাহলে তারও প্রতিবাদ জানান হবে। কংগ্রেস এক্ষেত্রে চুপ করে হাতে হাত গুটিয়ে বসে থাকতে পারে না। চুক্তিভিত্তিক নিয়োগের প্রতিবাদে তাঁকা কেসি ভেনুগোপাল, রাহুল গান্ধীরও দ্বারস্থ হয়েছে। কংগ্রেস শীর্ষ নেতৃত্বকেও স্মারকলিপি দিয়েছেন।