কেন এই অভিনব প্রতিবাদ, টানা ৭দিন ধরে দিল্লিতে কংগ্রেস কার্যালয়ের সামনে চলছে বিক্ষোভ

  • রাজস্থানে চুক্তিভিক্তিক নিয়োগ 
  • প্রতিবাদে বিক্ষোভ তরুণদের 
  • কম্পিউটার ডিগ্রিধারীদের প্রতিবাদ 
  • সমস্যা সমাধানের দাবি প্রতিবাদীদের 

এক দুদিন নয়, টানা সাত দিন হয়ে গেল। ঠিক এভাবেই অভিনব কায়দায় অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন রাজস্থানের একদল তরুণ। প্রতিবাদের স্থান কংগ্রেস সরদ দফতর। টানা সাতদিন মুরগির মত পোজ দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা। কিন্তু কেন? এই প্রশ্নটাই উঠছেই। রাজস্থান সরকারের চুক্তিভিক্ত নিয়োগের প্রতিবাদ জানাতেই কম্পিউটারে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিধারী বিক্ষোভকারীদের দিল্লিতে কংগ্রেসের কার্যলয়ের সামনে প্রতিবাদ বিক্ষোভ। তাঁদের অভিযোগ অশোক গেহলট সরকার স্থায়ীভাবে নিয়োগ করছে না। চুক্তির ভিত্তিতে নিয়োগ করছে, বেকারদের কাছে অপমান হিসেবেই চিহ্নিত হয়েছে। 

Latest Videos

২০২০-২১ সালের বাজেটে রাজস্থান সরকার কম্পিউটার শিক্ষক ক্যাডার তৈরির কথা ঘোষণা করেছিল। যা উৎসাহী করেছিলেন কম্পিউটার ডিগ্রিধারী তরুণদের। কর্মসংস্থানের আশায় তাঁরা বুক বেঁধেছিলেন। কিন্তু রাজস্থান সরকারের নতুন ঘোষণা তাঁদের হতাশ করে। চুক্তির ভিত্তিতে নিয়োগের ঘোষণা রীতিমত হতাশ হয়ে পড়েন  কম্পিউটার ডিগ্রিধারীরা। তাই প্রতিবাদে সামিল হয়ে রাজ্য সরকারের পাশাপাশি কংগ্রেস হাইকমান্ড সনিয়া গান্ধীর কাছে বিচারের আসায় হত্যা দিয়ে পড়ে রয়েছেন। 

প্রতিবাদকারীরা বলেছেন যে জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী উত্তর প্রদেশে এই বিষয়ে বিরোধিতা করেছিলেন। তাই রাজস্থান যদি সেই পথেই হাঁটে তাহলে তারও প্রতিবাদ জানান হবে। কংগ্রেস এক্ষেত্রে চুপ করে হাতে হাত গুটিয়ে বসে থাকতে পারে না। চুক্তিভিত্তিক নিয়োগের প্রতিবাদে তাঁকা কেসি ভেনুগোপাল, রাহুল গান্ধীরও দ্বারস্থ হয়েছে। কংগ্রেস শীর্ষ নেতৃত্বকেও স্মারকলিপি দিয়েছেন। 
 

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News