১ লক্ষ ৮০ হাজার টাকায় সন্তান বিক্রি করল দম্পতি, অপরাধের কারণটাই ভয়ঙ্কর

Published : Oct 26, 2025, 06:30 PM IST
 Delhi Child Suicide

সংক্ষিপ্ত

ড্রাগের নেশা দম্পতি রীতিমত পাগল পাগল হওয়ার মত অবস্থা। পাশাপাশি শিশু পাচারচক্র সেই এলাকায় সক্রিয় হওয়ায় অর্থের প্রলোভন দেখাতে শুরু করে দালালরা। শেষপর্যন্ত মাদক কেনার জন্যই দম্পতি শিশুটিকে ১ লক্ষ ৮০ হাজার টাকায় বিক্রি করে দেয়। 

ড্রাগের নেশা সর্বনাশা! এই প্রবাদ আবারও সত্যি করল পঞ্জাবের দম্পতি। কারণ সেখানে মাত্র ১ লক্ষ ৮০ হাজার টাকার বিনিময় এক দম্পতি নিজেদের সন্তানকেই বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। আর সেই টাকা দিয়ে মাদক কিনেছে বলেও অভিযোগ। বিক্রি হওয়া শিশুটির মামী পুলিশের কাছে শিশুটির উধাও হওয়ার অভিযোগ জানাতে গেলে আসল ঘটনা সামনে আসে।

শিশুটি পঞ্জাবের আকবরপুর খুদাল গ্রামের বাসিন্দা। শিশুটির বাবা ও মা দুজনেই বেকার। দুজনেই মাদকাসক্ত। দম্পতি সন্তানের জন্ম দিলেও লালন-পালন করতে পারছিল না। পাশাপাশি দম্পতি বেকার হওয়ায় তাদের কাছে মাদক কেনার টাকাও ছিল না। এই অবস্থায় ড্রাগের নেশা দম্পতি রীতিমত পাগল পাগল হওয়ার মত অবস্থা। পাশাপাশি শিশু পাচারচক্র সেই এলাকায় সক্রিয় হওয়ায় অর্থের প্রলোভন দেখাতে শুরু করে দালালরা। শেষপর্যন্ত মাদক কেনার জন্যই দম্পতি শিশুটিকে ১ লক্ষ ৮০ হাজার টাকায় বিক্রি করে দেয়।

পঞ্জাব পুলিশ তদন্তে নেমে সন্দীপ সিং ও গুরমান কৌর নামের দম্পতিকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৪৩ (৪) ধারায় মানব পাচারের অভিযোগ দায়ের করা হয়েছে। মামলায় অন্তর্ভুক্ত স্ক্র্যাপ ডিলারের নামও। অর্থাৎ যে শিশুটিকে কিনেছিল তার নামেও অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, শিশুটির মা বর্তমানে মাদকাশক্ত হলেও একটা সময় এলাকায় জনপ্রিয় কুস্তিগীর ছিলেন। শিশু বিক্রি মামলায় বাবা ও মা-সহ তিনজনকে গ্রেফতার করা হলেও একজন এখনও পলাতক।

পঞ্জাবের চাইল রাইটস প্রটেকশনের চেয়ারম্যান কানওয়ারদীপ সিং মানসার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিসকে শিশুটিকে উদ্ধার করে শিশু কল্যান কমিটির কাছে হস্তান্তেরের জন্য নোটিশ দেওয়া হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে ইতিমধ্যেই শিশুটিকে শিশু কল্যান কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনা আবারও পঞ্জাবে মাদক বিক্রির রমরমার কথা ও শিশু পাচারচক্রের বিষয়টিকে উস্কে দিয়েছে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Railways: এবার তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় রদবদল, জানিয়ে দিল রেল
রজস্বলা নাবালিকাকে একটা স্যানিটারি ন্যাপকিন দিতে ব্যর্থ ইন্ডিগো, বাবার কাতর আর্জির ভিডিয়ো ভাইরাল