এদিনের নির্বাচনী প্রচারে কিছুই বলেননি প্রিয়াঙ্কা গান্ধী। চরণজিৎ সিং চন্নির কথায় তিনি হেঁসেছেন। আর হাততালি দিয়েছেন। তবে চরণজিৎ সিং চন্নির এই মন্তব্যের জেরে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে কংগ্রেস ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে।
চরণজিৎ সিং চন্নির (Charanjit Singh Channi) পাশে বসে ভোট প্রচার জমিয়ে দিলেন কংগ্রেস (Congress) নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। কিন্তু সমালোনাও শুনতে হল তাঁকে। পাঞ্জাব বিধানসভা নির্বাচনে (Punjab Election 2022) কংগ্রেসের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নির সমর্থনে প্রচারে সামিল হয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। একটি রোড শো করেন। সেখানে ট্র্য়াক্টর চ়ড়েও ভোট প্রচার করেন তিনি। এদিন চরণজিৎ সিং বলেছেন প্রিয়াঙ্কা গান্ধী পঞ্জাবের পুত্রবধূ। তিনি পঞ্জাবের বধূ। তাই দিল্লি, উত্তর প্রদেশের ও বিহারের 'ভাইয়া' কখনই এই রাজ্য শাসন করতে পারবে না। প্রিয়াঙ্কা গান্ধী কিছুতেই পঞ্জাবের মানুষকে বিপথগামী হতে দেবেন না।
তবে এদিনের নির্বাচনী প্রচারে কিছুই বলেননি প্রিয়াঙ্কা গান্ধী। চরণজিৎ সিং চন্নির কথায় তিনি হেঁসেছেন। আর হাততালি দিয়েছেন। তবে চরণজিৎ সিং চন্নির এই মন্তব্যের জেরে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে কংগ্রেস ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে। বিরোধীদের অভিযোগ প্রিয়াঙ্কা গান্ধীর সামনেই অন্য রাজ্যের বাসিন্দাদের হেয় করা হয়েছে। কিন্তু তিনি তাঁর প্রতিবাদ করেননি।
চরণজিৎ সিং চন্নির প্রিয়াঙ্কাকে পাশে বসিয়ে টার্গেট করতে চেয়েছিলেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে। সেই কারণেই তিনি উত্তর প্রদেশ, দিল্লির কথা উল্লেখ করেছেন। পঞ্জাব বিধানসভা নির্বাচনে কংগ্রেসের মূল প্রতিপক্ষ হয় আপ আর বিজেপি। রাজ্যের দখল নিজেদের হাতে রাখতে যেমন কংগ্রেস মরিয়া, তেমনই এই রাজ্যে পা রাখার প্রবল চেষ্টা করছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। নিত্যদিনই তিনি পঞ্জাবের ভোট প্রচারে সামিল হচ্ছে। আর কংগ্রেসের সঙ্গেই নিশানা করছেন বিজেপিকে।
যাইহোক এদিনই কেজরিওয়াল চরণজিৎ সিং চন্নি ও প্রিয়াঙ্কা গান্ধীর তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন একজনকে সমর্থন করে অন্যরাজ্যে মানুষদের সম্পর্কে খারাপ মন্তব্য করা হচ্ছে। কিন্তু এই জাতীয় মন্তব্য করার অর্থ সেই রাজ্যের মানুষদের অপনাম করা। এজাতীয় মন্তব্য মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে বিজেপি নেতা তেজস্বী সুরিয়াও সোশ্যাল মিডিয়ায় প্রবল সমালোচনা করেছেন প্রিয়াঙ্কা গান্ধীর। তিনি বলেছেন, প্রিয়াঙ্কা গান্ধী যখন উত্তর প্রদেশের ভোট প্রচারে যান তখন তিনি নিজেকে সেই রাজ্যের মেয়ে বলে দাবি করেন। এখন তাঁর দলের নেতারই সেই রাজ্যের মানুষদের অপমান করছেন। আর তিনি তার প্রতিবাদ না করে হাততালি দিয়েও ওই রাজ্যের মানুষদের তীব্র অপমান করেছেন।